আন্তর্জাতিক

হামলার জবাব দিতে আগের চেয়েও বেশি প্রস্তুত তেহরান: যুক্তরাষ্ট্রকে ইরানের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইরানে সাম্প্রতিক বিক্ষোভ ও যুক্তরাষ্ট্রের সাথে চলমান চরম উত্তেজনার মধ্যেই তেহরান ঘোষণা দিয়েছে, দেশটির ওপর যেকোনো ধরনের হামলার জবাব দিতে তারা আগের চেয়েও বেশি প্রস্তুত। সোমবার (২৬ জানুয়ারি) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।

তেহরানে তার সাপ্তাহিক সংবাদ সম্মেলনে বাঘাই বর্তমান পরিস্থিতিকে একটি ‘হাইব্রিড যুদ্ধ’ হিসেবে অভিহিত করেন। তিনি গত জুনের ১২ দিনের যুদ্ধ এবং সাম্প্রতিক সহিংস বিক্ষোভের জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করেন।

 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুমকি এবং পারস্য উপসাগরের দিকে মার্কিন রণতরী পাঠানোর খবরের প্রতিক্রিয়ায় বাঘাই বলেন, অস্থিতিশীলতা একটি সংক্রামক ব্যাধি এবং এটি কেবল ইরানের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। তিনি আঞ্চলিক দেশগুলোকে যুক্তরাষ্ট্রের হুমকির বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নেওয়ার আহ্বান জানান।

 

ইরানের নিজস্ব সক্ষমতা ও অতীতের অভিজ্ঞতার ওপর জোর দিয়ে বাঘাই বলেন, ইরান এখন যেকোনো আগ্রাসনের সামগ্রিক, সিদ্ধান্তমূলক এবং অনুশোচনামূলক জবাব দিতে অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি প্রস্তুত।

 

শনিবার ট্রাম্প নিশ্চিত করেন , যুক্তরাষ্ট্রের একটি ‘আর্মাডা’ বা বিশাল নৌবহর মধ্যপ্রাচ্যের দিকে এগিয়ে যাচ্ছে। এর মধ্যে বিমানবাহী রণতরী ‘ইউএসএস আব্রাহাম লিংকন’ ও গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার রয়েছে।

 

তথ্যসূত্র: মিডল ইস্ট মনিটর

 

ডিবিসি/এমইউএ

আরও পড়ুন