মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক হামলায় বেশ কয়েকটি পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়া সত্ত্বেও ইরান 'কয়েক মাসের মধ্যেই' সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদন পুনরায় শুরু করতে সক্ষম হবে। জাতিসংঘের পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) প্রধান রাফায়েল মারিয়ানো গ্রোসি এই কথা জানিয়েছেন।
শনিবার (২৮শে জুন) সিবিএস নিউজ কর্তৃক প্রকাশিত এক সাক্ষাৎকারে আইএইএ-এর মহাপরিচালক গ্রোসি বলেন, ইরানের কিছু স্থাপনা এখনও সক্রিয় রয়েছে। তিনি শুক্রবার দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, "আমি বলব, তারা কয়েক মাসের মধ্যেই, অথবা তারও কম সময়ে, কয়েকটি সেন্ট্রিফিউজ সচল করে সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদন শুরু করতে পারবে।"
গ্রোসি আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করে বলেন, মার্কিন হামলার আগেই ইরান তার সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুতের কিছু অংশ সরিয়ে ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
উল্লেখ্য, গত ১৩ জুন ইসরায়েল ইরানের পারমাণবিক এবং সামরিক স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা শুরু করে। তাদের ভাষ্যমতে, ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখাই এই হামলার উদ্দেশ্য ছিল। যদিও ইসলামী প্রজাতন্ত্র ইরান বরাবরই এই ধরনের অভিলাষের কথা অস্বীকার করে আসছে। পরবর্তীতে মার্কিন যুক্তরাষ্ট্রও তেহরানের পারমাণবিক কর্মসূচিতে ব্যবহৃত তিনটি গুরুত্বপূর্ণ স্থাপনায় বোমাবর্ষণ করে।
এই হামলাগুলোর পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি পারমাণবিক স্থাপনাগুলোর ক্ষয়ক্ষতিকে "গুরুতর" বলে অভিহিত করলেও এর বিস্তারিত বিবরণ দেননি। অন্যদিকে, ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে এই হামলার মাধ্যমে ইরানের পারমাণবিক কর্মসূচি "কয়েক দশক" পিছিয়ে দেওয়া হয়েছে।
তথ্যসূত্র দা গার্ডিয়ান।
ডিবিসি/এমইউএ