হামাসকে ধ্বংস করতে গিয়ে পুরো গাজাকেই ধ্বংস করে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি বলেন, ইসরায়েলের সামরিক হামলায় মৌলিক ভুল ছিল। এর মাধ্যমে যুদ্ধাপরাধ সংঘটিত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। এদিকে, নাজুক যুদ্ধবিরতির মাঝেও চলছে ইসরায়েলি বাহিনীর হামলা; বুধবারও তেল আবিবের বিমান হামলায় নিহত হয়েছেন ৭ ফিলিস্তিনি।
ইসরায়েলি বাহিনীর দুই বছরের বিমান, ড্রোন ও স্থল হামলায় গাজা উপত্যকা এখন ধ্বংসের নগরী। বুধবার রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, অভিযানের লক্ষ্য ছিল হামাসকে ধ্বংস করা। কিন্তু হামাস রয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে গাজা। তিনি বলেন, অভিযানের পদ্ধতিতে ছিল মৌলিক ত্রুটি। গুতেরেস বলেন, "আমি মনে করি এই অভিযানের ধরনেই মৌলিক ভুল ছিল। সাধারণ নাগরিকদের সম্পূর্ণভাবে উপেক্ষা করা হয়েছে। গাজায় যে ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটানো হয়েছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।"
ইসরায়েলের এমন অভিযান যুদ্ধাপরাধের সামিল মন্তব্য করে জাতিসংঘ মহাসচিব বলেছেন, যুদ্ধবিরতির পরও মানবিক সহায়তা প্রবেশ সীমিত করায় মানবিক সংকট বাড়ছে। তবে ইসরায়েল এ নিয়ে কোনো প্রতিক্রিয়া দেয়নি। স্থানীয় সময় বুধবারও ইসরায়েলি বিমান থেকে ছোঁড়া ক্ষেপণাস্ত্র আল-নাজাত ক্যাম্পের ওপর আঘাত হানে। এতে অনেক হতাহতের ঘটনা ঘটে। ইসরায়েলি সামরিক বাহিনী দাবি, তারা হামাসকে লক্ষ্য করে হামলা চালায়। এদিকে, গাজাবাসিদের বের হওয়ার সুযোগে রাফা ক্রসিং খুলে দেওয়ার সিদ্ধান্তকে বিশ্লেষকরা বলছেন, এটি ফিলিস্তিনিদের স্থায়ীভাবে বাস্তুচ্যুত করার আরেকটি ধাপ।
ডিবিসি/পিআরএএন