আলোচিত শিশু ধর্ষণ-হত্যা:

হিটু শেখসহ চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

বুধবার ২৩শে এপ্রিল ২০২৫ ০৪:৫৫:৩১ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দেড় মাসের মধ্যে শুরু হলো মাগুরার আলোচিত আট বছরের শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার বিচার। শিশুটির বোনের শ্বশুর, শাশুড়ি, বোনের স্বামী ও ভাশুরের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে মাগুরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। সাক্ষ্যগ্রহণ হবে রবিবার।

মাগুরার আলোচিত আট বছরের শিশু ধর্ষণ ও হত্যা মামলার অভিযোগ গঠনের জন্য দিন দিয়েছে আদালত।

 

রবিবার (২৩শে এপ্রিল) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান আগামী ২৩ এপ্রিল অভিযোগ গঠনের জন্য শুনানির দিন রেখেছেন বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) মনিরুল ইসলাম মুকুল। এ সময় আদালতে মামলার প্রধান আসামি হিটু শেখসহ অন্য তিন আসামি উপস্থিত ছিলেন। তারা হলেন- শিশুটির বোনের স্বামী সজীব শেখ, তার ভাই রাতুল শেখ এবং বোনের শাশুড়ি জাহেদা বেগম।


শ্রীপুর উপজেলার ৮ বছরের শিশুটি গত ১ মার্চ মাগুরা শহরতলীর নিজনান্দুয়ালী গ্রামে বড় বোনের বাড়ি বেড়াতে আসে। সেখানে গত ৬ মার্চ সে ধর্ষণের শিকার হয়। প্রথমে তাকে মাগুরা ২৫০ শয্যার হাসপাতাল, পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়।

 

সর্বশেষ চিকিৎসারত অবস্থায় গত ১৩ মার্চ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) শিশুটি মারা যায়। এ ঘটনায় শিশুটির মা মাগুরা সদর থানায় মেয়ের শ্বশুর হিটু শেখ, জামাই সজীব শেখ, তার ভাই রাতুল শেখ ও তাদের মা রোকেয়া বেগমের নামে মামলা করেন। পুলিশ চার আসামিকে গ্রেপ্তার করে।


১৩ এপ্রিল আলোচিত এই মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করেন তদন্ত কর্মকর্তা মো. আলাউদ্দিন। আসামি রোকেয়া বেগমকে তথ্য গোপন, সজিব শেখ ও তার ভাই রাতুল শেখের বিরুদ্ধে ভয়ভীতি প্রদর্শন অভিযোগ আনা হয়েছে।

 

ডিবিসি/এএনটি

আরও পড়ুন