বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া হিথ্রো বিমানবন্দরে পৌছেছেন। বড় ছেলে তারেক রহমান গাড়ি চালিয়ে তাকে নিয়ে যান সেখানে।
কিছুক্ষণ আগে লন্ডনের বিমানবন্দরে পৌছান বেগম জিয়া। সেখানে বিকেল থেকেই হাজার হাজার নেতাকর্মী অপেক্ষায় ছিলেন। তারা বেগম খালেদা জিয়াকে শুভেচ্ছা জানান। তবে নেতাকর্মীদের প্রচন্ড ভিড়ের কারণে বিমানবন্দরের প্রধান সড়কটি পুলিশ বন্ধ করে দেয়।
রাত ৯টা ১০ মিনিটে হিথ্রো বিমানবন্দর থেকে বেগম জিয়াকে বহনকারী কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলসটি রওনা হবে। কাল সকাল দশটা নাগাদ ঢাকায় পৌছাবেন বেগম খালেদা জিয়া। এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতাকর্মীদের শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়েছেন।
ডিবিসি/নাসিফ