বাংলাদেশ, রাজনীতি

হিথ্রো বিমানবন্দর ত্যাগ করল তারেক রহমানকে বহনকারী বিমান

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

যুক্তরাজ্যের লন্ডনে দীর্ঘ ১৭ বছরের প্রবাস জীবনের অবসান ঘটিয়ে স্ত্রী ডা. জুবাইদা রহমান ও একমাত্র সন্তান ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে দেশের উদ্দেশে উড়াল দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার (২৪শে ডিসেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৬টা এবং বাংলাদেশ সময় দিনগত রাত সোয়া ১২টায় তাদের বহনকারী বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইট লন্ডনের হিথ্রো বিমানবন্দর ত্যাগ করেছেন।

 

এই ফ্লাইট প্রথমে দুবাইতে যাত্রা বিরতি দেবে। সেখান থেকে ফের উড়াল দিয়ে বাংলাদেশের আকাশে ঢুকে প্রথমে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। সেখানে যাত্রী নামিয়ে তৃতীয় দফায় উড়াল দিয়ে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামবে বৃহস্পতিবার বেলা ১১টা ৫৫ মিনিটে।    

 

এর আগে বাংলাদেশ সময় বৃহস্পতিবার (২৪শে ডিসেম্বর) রাত ৮টার পর তারেক রহমান সপরিবারে লন্ডনের হিথ্রো বিমানবন্দরের উদ্দেশে তাদের বাসা থেকে রওয়ানা করেন। পৌঁছান রাত সোয়া ১০টার দিকে। এখন তাদের দেশের মাটিতে পা রাখার অপেক্ষা।

 

এদিকে তারেক রহমানের সংবর্ধনাকে ঘিরে ৩০০ ফিটে তৈরি করা হয়েছে বিশাল মঞ্চ। এই অনুষ্ঠানে ঢাকাসহ সারাদেশ থেকে বিএনপির ৫০ লাখ নেতাকর্মীর সমাগম হবে বলে আশা করছে দলটি। ইতোমধ্যে সংবর্ধনাস্থলে কয়েক লাখ নেতাকর্মী চলেও এসেছেন।

 

২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে কারাগারে ব্যাপক নির্যাতন চালানো হয় তারেক রহমানের ওপর। ওই বছরের ৩রা সেপ্টেম্বর তিনি সবগুলো মামলা থেকে জামিন পান। এরপর ১১ই সেপ্টেম্বর রাতে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান। তৎকালীন সরকারের ষড়যন্ত্রে আর ফিরতে পারেননি।

 

দীর্ঘ ১৭ বছর পর গত বছরের ৫ই আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে হাসিনা সরকারের পতন হলে তারেক রহমানের দেশে ফেরার সব বাধা দূর হয়ে যায়। অবশেষে বিএনপির কোটি কোটি নেতাকর্মীর অপেক্ষার অবসান ঘটিয়ে কয়েকঘণ্টা বাদেই ফিরছেন তিনি।

 

ডিবিসি/ এইচএপি 

আরও পড়ুন