আন্তর্জাতিক, অন্যান্য

হিরের আংটি গিলে ফেলে পোষা কুকুর, বমি করিয়ে উদ্ধার

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

সোমবার ১০ই ফেব্রুয়ারি ২০২০ ০৩:১২:৪৯ পূর্বাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মালকিনের হিরে খচিত এনগেজমেন্টের আংটি গিলে ফেলে 'পেপার' নামে এক পোষা কুকুর। ঘটনাটি ঘটেছে দক্ষিণ আফ্রিয়ায়। চারটি ছবি দিয়ে ভ্যালি ফার্ম অ্যানিম্যাল হসপিটালের পেজে এ পোস্টটি করা হয়েছে।

সেখানে লেখা হয়েছে, পেপার নামে পোষা কুকুরটি এনগেজমেন্টের আংটি খেয়ে ফেলেছিল। পরে তাকে বমি করিয়ে সেই আংটি উদ্ধার করা হয়। তার আগে অবশ্য নিশ্চিত হওয়ার জন্য, কুকুরটির এক্স-রে করা হয়। সেখানে দেখা যায় তার পেটের মধ্যে রয়েছে হিরের আংটিটি।

আংটি পেপারের পেটে রয়েছে নিশ্চিত হওয়ার পরই তাকে বমি করিয়ে আংটি উদ্ধার করা হয়। পরে ওই আংটি, পেপার, পেপারের এক্স-রে সহ চারটি ছপি পোস্ট করা হয়। পেপারের এমন কাণ্ডে বেশ মজা পেয়েছেন নেটিজেনরা। ভ্যালি ফার্ম অ্যানিম্যাল হসপিটালের এই পোস্টটি প্রায় পাঁচ হাজার লাইক পেয়েছে। শেয়ার হয়েছে চার হাজারের বেশি। আর কমেন্টে বহু নেটাগরিক তাঁদের অভিজ্ঞতা শেয়ার করেছেন।

আরও পড়ুন