আন্তর্জাতিক

উত্তর ইংল্যান্ডে বিশাল জুতো আবিষ্কার, রোমান সৈন্যদের উচ্চতা নিয়ে জল্পনা

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

মঙ্গলবার ১৫ই জুলাই ২০২৫ ১২:৩০:০১ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আর্কিওলজিস্টরা উত্তর ব্রিটেনের হ্যাড্রিয়ানের দেয়ালের পাশে একটি প্রথম শতাব্দীর সামরিক দুর্গের ধ্বংসাবশেষে অস্বাভাবিক বড় আকারের জুতোর একটি ভাণ্ডার আবিষ্কার করেছেন।

হ্যাড্রিয়ানের দেয়াল হলো ১১৭ কিলোমিটার দীর্ঘ একটি পাথরের প্রাচীর যা রোমান সাম্রাজ্যের উত্তর-পশ্চিম সীমান্তকে বিদেশী আক্রমণকারীদের থেকে রক্ষা করত। এই আবিষ্কার দুর্গের বাসিন্দাদের জীবন এবং উৎস সম্পর্কে নতুন প্রশ্ন তৈরি করেছে।

 

এই বিশাল চামড়ার সোলগুলি ম্যাগনা ফোর্টে মে মাসে ৩৪টি জুতার অংশের মধ্যে পাওয়া গিয়েছিল, যার মধ্যে কাজের জুতো এবং শিশুদের জুতোও ছিল। এই জুতো গুলো ৪,০০০ পুরুষ, মহিলা এবং শিশুদের জীবনযাত্রার একটি চিত্র তুলে ধরতে সাহায্য করছে, যারা একসময় স্কটিশ সীমান্তের ঠিক দক্ষিণে অবস্থিত এই ইংরেজী স্থানে বাস করত।

 

আটটি জুতো ৩০ সেন্টিমিটারের বেশি লম্বা - যা নাইকির মাপ অনুযায়ী আমেরিকার পুরুষদের ১৩.৫ বা তার বেশি আকারের জুতো। আজকের মানদণ্ডেও এগুলো গড় আকারের চেয়ে বড়, যা এই সন্দেহ তৈরি করেছে যে সাম্রাজ্যের প্রান্তে অবস্থিত এই নির্দিষ্ট দুর্গটি অস্বাভাবিক লম্বা সৈন্যদের দ্বারা সুরক্ষিত ছিল।

 

অন্যদিকে, পার্শ্ববর্তী একটি রোমান দুর্গে পাওয়া গড় প্রাচীন জুতোর আকার আমেরিকার পুরুষদের ৮ আকারের কাছাকাছি ছিল, এই আবিষ্কার সম্পর্কে একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

 

খনন কাজের নেতৃত্বদানকারী সিনিয়র আর্কিওলজিস্ট রেচেল ফ্রেম স্মরণ করে বলেন, "যখন প্রথম বড় জুতোটি মাটি থেকে বেরিয়ে আসতে শুরু করে, তখন আমরা অনেক ব্যাখ্যা খুঁজছিলাম, যেমন হয়তো এটি তাদের শীতের জুতো, অথবা লোকেরা জুতোতে অতিরিক্ত মোজা ভরে পরত।" তিনি আরও বলেন, "কিন্তু যখন আমরা আরও জুতো এবং বিভিন্ন শৈলী খুঁজে পেলাম, তখন মনে হচ্ছে এগুলি এমন লোকদের জুতো ছিল যাদের সত্যিই বড় পা ছিল।"

 

তথ্যসূত্র সিএনএন

 

ডিবিসি/এমইউএ

আরও পড়ুন