হেলিকপ্টার বিধ্বস্তে ঘানার দুই মন্ত্রীসহ আট জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহত দুই মন্ত্রী হলেন প্রতিরক্ষা মন্ত্রী এডওয়ার্ড ওমানে বোয়ামাহ এবং পরিবেশ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইব্রাহিম মুরতালা মোহাম্মদ।
গতকাল বুধবার (৬ আগস্ট) শটির দক্ষিণাঞ্চলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। হেলিকপ্টারটিতে থাকা তিনজন ক্রু এবং পাঁচজন যাত্রীর সকলেই নিহত হয়েছেন বলে সরকার নিশ্চিত করেছে।
ঘানা বিমানবাহিনীর Z-9 মডেলের হেলিকপ্টারটি রাজধানী আক্রা থেকে ওবুয়াসি শহরের দিকে যাচ্ছিল। উড্ডয়নের কিছুক্ষণ পরেই এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে হেলিকপ্টারটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরবর্তীতে অঞ্চলটির একটি গভীর জঙ্গলে এর ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া যায়। প্রতিরক্ষামন্ত্রী এবং পরিবেশমন্ত্রী একটি সরকারি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন, যা অবৈধ খনির সমস্যা মোকাবেলা এবং দায়িত্বশীল খনি ব্যবস্থাপনার উপর আয়োজিত ছিল।
ডিবিসি/এফএইচআর