আন্তর্জাতিক, ভারত

হোটেলে প্রেমিকের সঙ্গে, জিপিএস দিয়ে স্ত্রীকে ধরলেন স্বামী

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

মঙ্গলবার ২৮শে মার্চ ২০২৩ ০২:০৬:৫৮ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

গাড়ির জিপিএস ট্র্যাকারের সাহায্যে স্ত্রীর পরকীয়া হাতেনাতে ধরলেন এক যুবক।

ভারতের বেঙ্গালুরুতে ঘটেছে এমন ঘটনা। বেঙ্গালুরুর বেরসরকারি সংস্থায় চাকরি করতেন ওই যুবক।

ঘটনা প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গে স্থানীয় আদালতে গিয়ে ওই যুবক অনুরোধ জানান, যাতে তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করার আদেশ দেয়। 

যুবক আদালতকে জানান, ২০১৪ সালে তার বিয়ে হয়। তাদের ছয় বছরের কন্যাসন্তানও আছে। কর্মসূত্রে তাকে রাতে কাজে যেতে হয়। তার বিবাহিত জীবন ভালই কাটছিল। হঠাৎ একদিন গাড়ির জিপিএস ট্র্যাকার ঘাঁটতে গিয়েই বের হয়ে আসল চাঞ্চল্যকর তথ্য।

যুবক বলেন, ‘২০২০ সালে আমি যেই গাড়িটি কিনি তাতে জিপিএস ট্র্যাকিং সিস্টেম লাগানো ছিল। এই বিষয়টি আমার স্ত্রী জানত না। জিপিএস ট্র্যাকারটা আমি আমার ফোনের সঙ্গে কানেক্ট করে রেখেছিলাম। একদিন মাঝরাতে যখন আমি অফিসে কাজ করছিলাম, তখন দেখি আমার গাড়ি অন্য কেউ চালাচ্ছে। ট্র্যাকারে দেখতে পেলাম গাড়িটি একটি হোটেলে সামনে এসে থেমেছে। ভোর ৫টার সময় গাড়িটি আমার বাড়িতে ফেরত যায়। আমি পরে ওই হোটেলে গিয়ে জানতে পারি, আমার স্ত্রী অন্য এক পুরুষের নামে হোটেলে ওই দিন রুম বুক ছিল।’

যুবক বাড়িতে গিয়ে স্ত্রীর কাছে সব কিছু জানতে চাইলে স্ত্রী ও তার প্রেমিক তাকে প্রাণনাশের হুমকি দেন। আদালত পুরো ঘটনা জেনে পুলিশকে যুবকের স্ত্রী ও তার প্রেমিকের বিরুদ্ধে ৪১৭, ৪২০ ও ৫০৬ ধারায় মামলা দায়ের করার নির্দেশ দেন। 

পুলিশের জানায়, ওই নারী এখন শহরে নেই, তার কাছে নোটিশ পাঠানো হয়েছে। সূত্র: আনন্দবাজার।

ডিবিসি/ এমএলএন

আরও পড়ুন