কক্সবাজার সফরে আসা এনসিপির শীর্ষ নেতারা অনেকটা নীরবে ইনানীর বিলাসবহুল হোটেল সী পার্ল ত্যাগ করে কক্সবাজার শহরের অভিজাত হোটেল 'প্রাসাদ প্যারাডাইজ'এ উঠেছেন। তাদের এই আকস্মিক স্থান পরিবর্তনে রাজনৈতিক অঙ্গনে নানা জল্পনা-কল্পনা শুরু হয়েছে।
আজ বুধবার (৬ই আগস্ট) দুপুর আনুমানিক পৌনে ১টার দিকে এনসিপি নেতাদের পাঁচ সদস্যের দলটি উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ইনানীস্থ সী পার্ল বিচ রিসোর্ট ও স্পা ছেড়ে শহরের দিকে রওনা হন বলে একাধিক নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে। দুপুর ২টার দিকে তারা কক্সবাজার শহরের কলাতলী এলাকায় পৌঁছান এবং সেখানকার 'শালিক রেস্তোরাঁ' নামক একটি প্রতিষ্ঠানে মধ্যাহ্নভোজ সারেন। এসময় তাদের সাথে এনসিপি-র কয়েকজন স্থানীয় নেতা-কর্মীও উপস্থিত ছিলেন।
খাবার পর্ব শেষে, বিকাল ৩টার দিকে প্রতিনিধি দলটি কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট সংলগ্ন অভিজাত হোটেল 'প্রাসাদ প্যারাডাইজ'-এ ওঠেন। সেখানে তাদের আগমনের খবর পেয়ে গণমাধ্যম কর্মীরা উপস্থিত হলে এনসিপি নেতারা ক্যামেরার সামনে আসতে বা ছবি তুলতে বাধা দেন।
ঘটনাস্থলে উপস্থিত এনসিপি-র স্থানীয় নেতারা গণমাধ্যম কর্মীদের অনানুষ্ঠানিকভাবে জানান যে, কেন্দ্রীয় নেতারা তাদের সফরের উদ্দেশ্য বা পরবর্তী পরিকল্পনা সম্পর্কে এখনো কোনো কিছুই পরিষ্কার করেননি। তারা আজ কক্সবাজারে অবস্থান করবেন, নাকি ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন, সে বিষয়েও কোনো সুস্পষ্ট ধারণা দিতে পারেননি স্থানীয় নেতারা।
এদিকে, এনসিপি নেতাদের শহরে অবস্থানের খবরে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাদা পোশাকে হোটেল প্রাসাদ প্যারাডাইজ ও তার আশেপাশে সতর্ক অবস্থান নিতে দেখা গেছে।
কক্সবাজার বিমানবন্দর এবং বিভিন্ন বিমান পরিবহন সংস্থার সাথে যোগাযোগ করে জানা গেছে, বিকাল ৩টা পর্যন্ত এনসিপি নেতাদের নামে ঢাকার কোনো বিমানের টিকিট সংগ্রহ করা হয়নি। ফলে তারা আকাশপথে নাকি সড়কপথে ঢাকা ফিরবেন, তা নিয়েও ধোঁয়াশা তৈরি হয়েছে। তাদের এই গোপনীয়তা ও হঠাৎ স্থান পরিবর্তনের কারণ কী, তা নিয়ে রাজনৈতিক মহলে গুঞ্জন চলছে।
ডিবিসি/এএমটি