আন্তর্জাতিক, আমেরিকা

হোয়াইট হাউসে ট্রাম্প-জেলেনস্কির বৈঠক শুরু

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

মঙ্গলবার ১৯শে আগস্ট ২০২৫ ১২:১৭:৪৮ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসানের লক্ষ্য নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে বহুল প্রতীক্ষিত বৈঠক শুরু হয়েছে। স্থানীয় সময় সোমবার (১৮ই আগস্ট) দুপুর ১টা ১৫ মিনিটে হোয়াইট হাউসে এই বৈঠক আরম্ভ হয়।

বৈঠকে অংশ নিতে প্রেসিডেন্ট জেলেনস্কি গতকাল রোববার (১৭ই আগস্ট) রাতেই ওয়াশিংটনে পৌঁছান। সোমবার দুপুর ১টা ১৩ মিনিটে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তরে প্রবেশ করেন।

 

এই গুরুত্বপূর্ণ আলোচনায় প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে রয়েছেন তার চিফ অফ স্টাফ আন্দ্রিয়ে ইয়েরমাক এবং ইউক্রেনের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কাউন্সিলের চেয়ারম্যান রুস্তেম উমেরভ, যিনি পূর্বে দেশটির প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।

 

অন্যদিকে, মার্কিন প্রতিনিধিদলে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে উপস্থিত আছেন ভাইস প্রেসিডেন্ট জে. ডি. ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং প্রেসিডেন্টের জাতীয় নিরাপত্তা বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ।

 

উল্লেখ্য, এই বৈঠকের মাত্র তিন দিন আগে গত শুক্রবার প্রেসিডেন্ট ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে একই ইস্যুতে বৈঠক করেছিলেন। সেই বৈঠকটি রাশিয়ার সীমান্তবর্তী মার্কিন অঙ্গরাজ্য আলাস্কার একটি সেনাঘাঁটিতে অনুষ্ঠিত হয়েছিল।

 

এদিকে, ট্রাম্প-জেলেনস্কি বৈঠককে কেন্দ্র করে ওয়াশিংটনে এক অভূতপূর্ব কূটনৈতিক সমাবেশের সৃষ্টি হয়েছে। যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, ইতালি এবং ফিনল্যান্ডের রাষ্ট্র ও সরকারপ্রধানসহ ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর শীর্ষ কর্মকর্তারাও ওয়াশিংটনে উপস্থিত হয়েছেন। প্রেসিডেন্ট জেলেনস্কি সোমবার ট্রাম্পের সঙ্গে বৈঠকের পূর্বে তাদের সঙ্গে একটি সমন্বয় সভায় মিলিত হন।

 

পূর্ব নির্ধারিত সময়সূচী অনুযায়ী, প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে আলোচনা শেষে স্থানীয় সময় বিকেল ৩টায় ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় নেতা এবং ন্যাটো ও ইইউ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসবেন।

সূত্র- সিএনএন

 

ডিবিসি/এনএসএফ

আরও পড়ুন