সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্প। হোয়াইট হাউসে ফুটবল ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে তার ফুটবল খেলার একটি এআই (AI) জেনারেটেড ভিডিও পোস্ট করে তিনি রোনালদোকে 'গ্রেট গাই' এবং 'খুবই স্মার্ট ও কুল' হিসেবে প্রশংসা করেছেন।
প্রেসিডেন্ট ট্রাম্প তার ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে পোস্ট করা ক্যাপশনে লিখেছেন, রোনালদো একজন মহান মানুষ। হোয়াইট হাউসে তার সাথে দেখা করে ভালো লেগেছে। সত্যিই স্মার্ট, এবং কুল!!! প্রেসিডেন্ট ডিজেটি।
এই পোস্টের সাথে একটি উচ্চমানের এআই ভিডিও সংযুক্ত ছিল, যেখানে দেখা যাচ্ছে রোনালদো হোয়াইট হাউসের লনে ট্রাম্পের সাথে ফুটবল খেলছেন। যদিও ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা তৈরি, তবে এর বাস্তবতা এতটাই নিঁখুত যে অনেকেই প্রথমে এটিকে আসল ভেবে বিভ্রান্ত হয়েছেন।
ডিবিসি/এমইউএ