স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, সংবিধান, উচ্চকক্ষ, নিম্নকক্ষ এসব নয়, নাগরিকের দৈনন্দিন জীবনে গণভোট কী প্রভাব রাখবে তা বুঝিয়ে হ্যাঁ ভোটের পক্ষে জনমত তৈরি করতে সরকার কাজ করছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) সিলেটে জেলা ও বিভাগীয় পর্যায়ে স্বাস্থ্য কর্মকর্তাদের সঙ্গে গণভোট নিয়ে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। উপদেষ্টা আরও বলেন, নুরজাহান বেগম আরও বলেন, যারা নির্বাচন চায় না তারা সর্বোচ্চ ট্রাই করবে নির্বাচন না হোক। তাই জনগণকে যত যুক্ত করা যাবে, তত অশুভ শক্তি ও নির্বাচন বিরোধী শক্তি পরাজিত হবে।
তিনি বলেন, এখনই গুজব ছড়ানো শুরু হয়েছে। যখনই গুজব কানে আসবে সেটা তাৎক্ষণিকভাবে সেটি যে ভুল তা তুলে ধরতে হবে। যা ছড়ানো হয়েছে সেটা যে ভুল তথ্য তা প্রচার করে দেন। এতে মানুষ সত্যটা জানতে পারবে। স্বস্তি আসবে।
উপদেষ্টা নূরজাহান বেগম বলেন, যত বেশি জনগণ অংশগ্রহণ করবে, অশুভ শক্তি ততবেশি পেছনে হাঁটতে বাধ্য হবে। অশুভ শক্তিকে সামনে এগোতে দিবেন না। তারা সামনে আসলে তাণ্ডব নিয়ে আসবে। সেক্ষেত্রে আমাদের ভয় পাওয়া চলবে না।
ডিবিসি/কেএলডি