নেইমারের অসাধারণ পারফরম্যান্সে সান্তোস দল ব্রাজিলিয়ান ফুটবলের দ্বিতীয় বিভাগে অবনমিত হওয়ার শঙ্কা থেকে অনেকটাই রেহাই পেয়েছে। জুভেন্তুদের মাঠে নেইমার একাই হ্যাটট্রিক করে দলকে ৩-০ গোলের দুর্দান্ত জয় এনে দিয়েছেন।
এই গুরুত্বপূর্ণ জয়ের ফলে সান্তোস লিগ টেবিলের ১৪তম স্থানে উঠে এসেছে, যেখানে তাদের সংগ্রহ ৪৪ পয়েন্ট। দলটি এখন অবনমন অঞ্চলের দলগুলোর চেয়ে বেশ খানিকটা এগিয়ে আছে। তাদের সামনে এখন কেবল একটি ম্যাচ বাকি, যেখানে প্রতিপক্ষ পয়েন্ট তালিকার শীর্ষ তিনে থাকা ক্রুজেইরো। সেই ম্যাচে ফলাফল যা-ই হোক না কেন, সান্তোসের প্রথম বিভাগে নিজেদের অবস্থান ধরে রাখার ভালো সুযোগ তৈরি হয়েছে।
নেইমারের এই হ্যাটট্রিক আরও বেশি তাৎপর্যপূর্ণ, কারণ তিনি মেনিসকাসের চোট নিয়েই পুরো ম্যাচ খেলেছেন। দলের টিকে থাকার এই কঠিন মুহূর্তে নিজের চোট উপেক্ষা করে তিনি দলের প্রয়োজনকে সবার আগে রেখেছেন।
যদিও ম্যাচের প্রথমার্ধে নেইমার কোনো গোল করতে পারেননি, তবে বিরতির পর তিনি ঝলসে ওঠেন। ম্যাচের ৫৬ মিনিটে প্রথম গোলের পর মাত্র ১৭ মিনিটের মধ্যে আরও দুটি গোল করে তিনি দলের জয় নিশ্চিত করেন।
সাম্প্রতিক সময়ে এই ব্রাজিলিয়ান তারকা দারুণ ছন্দে আছেন। শেষ চারটি ম্যাচে তিনি পাঁচটি গোল করার পাশাপাশি একটি অ্যাসিস্টও করেছেন। তার এই অসাধারণ পারফরম্যান্সের সুবাদে সান্তোস এই চার ম্যাচের মধ্যে তিনটিতে জয় পেয়েছে এবং একটিতে ড্র করেছে। বলা যায়, দলের টিকে থাকার লড়াইয়ে নেইমারই এখন প্রধান ভরসা।
এদিকে, ব্রাজিল জাতীয় দলে নেইমারের স্থান পাওয়া নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে। যদিও কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন যে তিনি নেইমারকে নিয়ে ভাবছেন, তবে শর্ত হলো, নেইমার যদি শতভাগ দেওয়ার মতো শারীরিক অবস্থায় থাকেন, কেবল তখনই তাকে জাতীয় দলে ডাকা হবে। ২০২৬ বিশ্বকাপে তিনি খেলতে পারবেন কি না, তা মূলত তার এই শারীরিক সক্ষমতার ওপরই নির্ভর করছে।
ডিবিসি/এফএইচআর