বিনোদন, টেলিভিশন

হয়ে গেল গায়েহলুদ, আজ হাবুর বিয়ে

বিনোদন ডেস্ক

ডিবিসি নিউজ

শুক্রবার ২৫শে আগস্ট ২০২৩ ০৩:২০:৪৮ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

অভিনেতা চাষী আলম ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকে হাবু চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন। ধারাবাহিকজুড়ে বিয়ের জন্য পাত্রী খুঁজতে দেখা গেছে তাকে। এবার বাস্তবেই বিয়ের পিঁড়িতে বসছেন তিনি। বৃহস্পতিবার সন্ধ্যায় ঘরোয়া আয়োজনে গায়েহলুদ হলো তার।

চাষী আলম জানান, শুক্রবার গুলশানের একটি রেস্তোরাঁয় বিয়ের অনুষ্ঠান হবে।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় বিয়ের খবরটি নিজেই নিশ্চিত করে এক সংবাদমাধ্যমকে চাষী আলম বলেন, ‘পারিবারিকভাবেই আমাদের বিয়ে হচ্ছে। এখন এই মুহূর্তে আমাদের বাড়িতে গায়েহলুদের অনুষ্ঠান হচ্ছে। কাল গুলশানের একটি রেস্তোরাঁয় আমাদের বিয়ের অনুষ্ঠান হবে।’

কনের নাম তুলতুল। তিনি ঢাকার মেয়ে। স্নাতকে পড়াশোনা করছেন বলেও জানান অভিনেতা।

এখনই বিয়ের কোনো পরিকল্পনা ছিল না চাষী আলমের। তিনি বলেন, ‘বেশ কিছুদিন আগে আমি মেয়ে দেখেছিলাম। আমার ও আমার পরিবারের সবার পছন্দ ছিল মেয়ে। একটু সময় হাতে নিয়ে করার কথা ছিল। আমি অফিসের কাজে কক্সবাজার ছিলাম। এর মধ্যে আমার চাচি, মা ও বড় বোন মিলে বিয়ের দিন ঠিক করে ফেলেছেন। তাদের কথা, দেরি হলে নাকি আমি আর বিয়ে করব না। কী আর করা।’

নতুন জীবন শুরু হতে যাচ্ছে, কেমন লাগছে?—জানতে চাইলে চাষী বলেন, ‘কই, তেমন কোনো কিছু মনে হচ্ছে না। আমি এখনও কোনো কিছুই বুঝতে পারছি না। গায়েহলুদ অনুষ্ঠান নিয়ে বাসায় সবাই হইচই আনন্দ-ফুর্তি করছে, কিন্তু আমি আমার মতো আছি।’

লম্বা সময় অভিনয়ের সঙ্গে জড়িত থাকলেও ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকের মাধ্যমে চাষী আলম তুমুল জনপ্রিয়তা পেয়েছেন। গত ঈদে চাষী আলম অভিনীত বেশ কয়েকটি নাটক মুক্তি পায়। এরমধ্যে ইউটিউব ট্রেন্ডিংয়ে ছিল ‘কিডনি’ ও ‘ফিমেল-৩’ নামে দুটি নাটক।

ডিবিসি/আরপিকে

আরও পড়ুন