তপ্ত বালু আর ধূ ধূ মরুভূমির দেশ সৌদি আরবে এবার দেখা মিলল এক অলৌকিক দৃশ্যের। এক বিরল ও অভূতপূর্ব শীতকালীন তুষারপাতে সৌদি আরবের উত্তর-পশ্চিমাঞ্চলের বিস্তীর্ণ মরুভূমি ও পাহাড়ি এলাকা এখন শুভ্র তুষারের চাদরে ঢাকা পড়েছে।
প্রকৃতির এই আকস্মিক পরিবর্তন মরুভূমিকে এক অনন্য শীতকালীন ক্রীড়াঙ্গনে রূপান্তরিত করেছে, যা দেখতে ও উপভোগ করতে স্থানীয় বাসিন্দারা দলে দলে ভিড় জমাচ্ছেন।
বিশেষ করে জর্ডান সীমান্তের নিকটবর্তী তাবুক এবং হাইল প্রদেশের পাহাড়ি অঞ্চলগুলোতে তুষারপাতের তীব্রতা বেশি দেখা গেছে। ঐতিহাসিক জাবাল আল লজ পর্বতমালা এখন পুরোপুরি সাদা বরফে আবৃত। সৌদি আরবের অন্যতম সর্বোচ্চ এই শৃঙ্গে তুষারপাত উপভোগ করতে বাসিন্দারা স্বতঃস্ফূর্তভাবে জমায়েত হচ্ছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া অসংখ্য ভিডিওতে দেখা গেছে, স্থানীয়রা সেখানে ঐতিহ্যবাহী নৃত্যের আয়োজন করছেন এবং পরিবারের সদস্যদের সাথে ছবি তুলে এই ঐতিহাসিক মুহূর্তটি স্মরণীয় করে রাখছেন। এমনকি অনেককে উন্নত সরঞ্জাম ব্যবহার করে মরুভূমির মৃদু ঢালগুলোতে স্কিইং করতেও দেখা গেছে, যা মধ্যপ্রাচ্যের এই দেশটিতে সচরাচর দেখা যায় না।
কেবল তাবুক বা হাইল নয়, তুষারপাতের ছোঁয়া লেগেছে রিয়াদের উত্তরাঞ্চলীয় আল ঘাট এলাকাতেও। স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, কয়েক দশকের মধ্যে আল ঘাটে এই ধরণের তুষারপাত প্রথম, যা অত্যন্ত অস্বাভাবিক এবং বিস্ময়কর। আবহাওয়া বিশেষজ্ঞরা একে একটি ঐতিহাসিক ঘটনা হিসেবে বর্ণনা করেছেন।
সৌদি আরবের জাতীয় আবহাওয়া কেন্দ্র (NCM) অবশ্য আগেই তাপমাত্রার তীব্র হ্রাস এবং তুষারপাতের পূর্বাভাস দিয়েছিল। তাদের মতে, মধ্যপ্রাচ্যজুড়ে সক্রিয় একটি গভীর নিম্নচাপ বলয়ের প্রভাবে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এর ফলে তীব্র বাতাস, ধুলোঝড় এবং কিছু এলাকায় বজ্রসহ শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
আবহাওয়া দপ্তর থেকে বাসিন্দাদের সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে, কারণ এই নিম্নচাপটি ক্রমশ পূর্ব দিকে অগ্রসর হচ্ছে যা আগামী কয়েকদিন উপসাগরীয় অঞ্চলের আবহাওয়াকে প্রভাবিত করতে পারে। তুষারে ঢাকা মরুভূমির এই অভাবনীয় দৃশ্য এখন বিশ্বজুড়ে নেটিজেনদের মাঝে বিস্ময় ও মুগ্ধতা ছড়াচ্ছে।
ডিবিসি/এএমটি