বাংলাদেশ, জাতীয়

১লা জুলাই থেকে ঢাকা-নারিতা রুটে বিমানের ফ্লাইট সাময়িক স্থগিত

বাসস

ডিবিসি নিউজ

রবিবার ১৮ই মে ২০২৫ ০৭:৩৬:১২ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ঢাকা থেকে জাপানের নারিতা রুটে সরাসরি ফ্লাইট সাময়িক স্থগিতের ঘোষণা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এই সিদ্ধান্ত ১ জুলাই ২০২৫ থেকে কার্যকর হবে।

রবিবার (১৮ই মে) জাতীয় পতাকাবাহী সংস্থাটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, চলমান হজ কার্যক্রম, উড়োজাহাজ সংকট এবং বাণিজ্যিক কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ১ জুলাই বা তার পরের তারিখে যাদের টিকিট কাটা রয়েছে, তারা পুরো টাকা ফেরত পাবেন এমনকি টিকিট পুনঃবুকিংয়ের জন্যও দিতে হবে না অতিরিক্ত কোন চার্জ।

 

সংস্থাটি যাত্রীদের সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে এবং তাদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানিয়ে টিকিট ফেরত বা পুনঃবুকিংয়ের জন্য সংশ্লিষ্ট বিক্রয় অফিস, টিকিট কাউন্টার বা অনুমোদিত এজেন্টের সঙ্গে যোগাযোগ করতে বলেছে।

 

২০০৬ সালে বাণিজ্যিকভাবে অলাভজনক এবং উড়োজাহাজের স্বল্পতার কারণে ঢাকা-টোকিও রুটে ফ্লাইট বন্ধ করে দেয় সংস্থাটি। ২০২৩ সালের ১ সেপ্টেম্বর থেকে ঢাকা-নারিতা রুটে আবার ফ্লাইট চালু করে। উদ্দেশ্য ছিল, বাংলাদেশ-জাপান সরাসরি আকাশপথকে লাভজনক করে তোলা।

 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন