বাংলাদেশ, রাজনীতি, শিক্ষা

১০৪ বছরের ইতিহাসে ৩৭ বার ডাকসু নির্বাচন

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

মঙ্গলবার ৯ই সেপ্টেম্বর ২০২৫ ০৮:১৫:২৯ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বাংলাদেশের জাতীয় রাজনীতিতে অসামান্য ভূমিকা রাখা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ইতিহাসে অর্জনের পাশাপাশি রয়েছে ব্যর্থতার কালিমাও। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৪ বছরের ইতিহাসে ছাত্র সংসদ নির্বাচন হয়েছে মাত্র ৩৭ বার। এই চিত্রটি স্বাধীনতার পর আরও করুণ। ১৯৭২ সাল থেকে গত ৫৪ বছরে নির্বাচন হয়েছে মাত্র ৭ বার, যেখানে ৫৩ বার ভোট হওয়ার কথা ছিল। এর মধ্যে ১৯৯১ সাল থেকে টানা ২৮ বছর নির্বাচন বন্ধ ছিল।

১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর আবাসিক হলগুলোতে ছাত্র সংসদ গঠিত হয় এবং ১৯২৩ সালে যাত্রা শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ। ১৯৫৩ সালে এর নামকরণ হয় 'ডাকসু'। রাশেদ খান মেনন, মতিয়া চৌধুরী, তোফায়েল আহমেদ, আ স ম আব্দুর রব, মুজাহিদুল ইসলাম সেলিম, মাহমুদুর রহমান মান্না, আমানউল্লাহ আমানের মতো অনেক জাতীয় নেতা ডাকসুর মাধ্যমে রাজনীতিতে এসেছেন। সবশেষ ২০১৯ সালের নির্বাচনে ভিপি নির্বাচিত হন নুরুল হক নুর এবং জিএস হন গোলাম রাব্বানী।

 

ডাকসুর ইতিহাসে বারবার নির্বাচন ভেস্তে যাওয়ার নজিরও রয়েছে। ১৯৯১ সালের ১৮ জুন সব প্রস্তুতি থাকার পরও সহিংসতার কারণে নির্বাচন আটকে যায়। এরপর ১৯৯৪, ১৯৯৫, ১৯৯৬, ১৯৯৮ এবং ২০০৫ সালেও তফসিল ঘোষণা বা উদ্যোগ নেয়া হলেও ভোটগ্রহণ হয়নি। অবশেষে ২০১৯ সালে হাইকোর্টের নির্দেশনায় দীর্ঘ বিরতির পর নির্বাচন অনুষ্ঠিত হয়।

 

ইতিহাসের নানা ঘটনা-অঘটনের সাক্ষী হয়ে ৬ বছরের মাথায় অনুষ্ঠিত হচ্ছে ডাকসুর ২০২৫-২৬ মেয়াদের নির্বাচন। অতীতের সকল বাধা-বিপত্তি পেরিয়ে এবারের নির্বাচিত ছাত্র সংসদ শিক্ষার্থীদের প্রকৃত কল্যাণে কাজ করবে, এমনটাই প্রত্যাশা সকলের।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন