রাত ১টার মধ্যে ১০ অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কি.মি বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে। মঙ্গলাবার (২২শে এপ্রিল) আবহাওয়া অফিস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
আবহাওয়ার বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ রাত ১টার মধ্যে রংপুর, বগুড়া, দিনাজপুর, রাজশাহী, যশোর, ময়মনসিংহ, টাঙ্গাইল, ফরিদপুর, ঢাকা এবং সিলেট অঞ্চলগুলোতে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌবন্দরসমূহকে ১ নম্বর সংকেত দেখাতে বলেছে সংস্থাটি।
চলতি সপ্তাহজুড়ে সারাদেশে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। এসময় গরম বাড়বে। তবে বিচ্ছিন্নভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে।
ডিবিসি/অমিত