বাংলাদেশ, রাজনীতি

১০ দিনের সফরে লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়লেন মির্জা ফখরুল

নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

শনিবার ৩০শে নভেম্বর ২০২৪ ০৮:১১:১৮ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ১০ দিনের সফরে যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছেড়েছেন। শনিবার (৩০শে নভেম্বর) সকাল সাড়ে সাতটার দিকে তিনি বিমান বন্দরে প্রবেশ করেন। সকাল ৮টা ২০ মিনিটে লন্ডনের উদ্দেশে তার যাত্রা শুরু হয়।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান আজ সকালে গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন। এদিকে দলীয় সূত্র জানায়, যুক্তরাজ্যের লন্ডনে অবস্থানকালে মির্জা ফখরুল রাজনৈতিক ও বিএনপির দলীয় কাজে ব্যস্ত থাকবেন। এ সময় লন্ডনে অবস্থানরত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গেও তার সাক্ষাত করার কথা রয়েছে।

 

দলীয় সূত্র জানায়, বিএনপি মনে করে, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় নির্বাচনের মাধ্যমে একটি রাজনৈতিক সরকার ব্যবস্থার কোনো বিকল্প নেই। তাই, এ দলটি শুধু নির্বাচন ব্যবস্থা-সম্পর্কিত সংস্কার সম্পন্ন করেই দ্রুত ভোটের ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি  চাইছে।

 

বিএনপির শীর্ষস্থানীয় নেতারা ইতোমধ্যেই মাঠে-ময়দানে নির্বাচনের বিষয়ে গুরুত্ব দিয়ে বক্তব্য রাখছেন। দলগতভাবে ভেতরে-ভেতরে তাদের প্রস্তুতিও চলছে। একই সঙ্গে আওয়ামী লীগের দীর্ঘ সাড়ে ১৫ বছরের শাসনের বিরুদ্ধে আন্দোলনে যেসব দল ও জোট বিএনপির সঙ্গে ছিল, সেসব মিত্রদেরও নির্বাচনে পাশে রাখতে চাচ্ছে দলটি।

 

মিডিয়া সেলের  একটি সূত্র জানিয়েছে, আগামী ১১ ডিসেম্বর দলের মহাসচিবের দেশে ফেরার কথা রয়েছে। তিনি দেশে ফেরার পর বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডন যেতে পারেন। তার লন্ডন যাওয়ার সম্ভাব্য দিন ধার্য করা হয়েছে আগামী ১৩ ডিসেম্বর। সে জন্য প্রস্তুতিও নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

 

এর আগে, বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের সাথে আলাপকালে জানান, বেগম খালেদা জিয়া প্রথমে যুক্তরাজ্যে চিকিৎসা করাবেন। সেখান থেকে পরবর্তীতে তিনি চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রেও যেতে পারেন।

 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন