বিবিধ

১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ২৪তম 'টেক্সটাইল সিরিজ অফ এক্সিবিশন্স ২০২৫'

ডেস্ক ‍নিউজ

ডিবিসি নিউজ

মঙ্গলবার ২রা সেপ্টেম্বর ২০২৫ ০৬:৩৩:৩৮ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

গার্মেন্টস ও টেক্সটাইল শিল্পের সর্বশেষ প্রযুক্তি, মেশিনারি, ইয়ার্ন, ফেব্রিকস ও রাসায়নিক সামগ্রী নিয়ে ঢাকায় শুরু হতে যাচ্ছে চার দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী '২৪তম টেক্সটাইল সিরিজ অফ এক্সিবিশন্স ২০২৫'। আয়োজক সংস্থা সেমস-গ্লোবাল ইউএসএ-এর ২৩ বছরের ধারাবাহিকতায় এই আয়োজনটি আগামী ১০ থেকে ১৩ই সেপ্টেম্বর ঢাকার পূর্বাচলে অবস্থিত বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষে মঙ্গলবার (২রা সেপ্টেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সেমস-গ্লোবাল, ইউএসএ অ্যান্ড এশিয়া প্যাসিফিকের প্রেসিডেন্ট ও গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন. ইসলাম।

 

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন গ্রুপের সিইও এস. এস. সারওয়ার, নির্বাহী পরিচালক তানভীর কামরুল ইসলাম, পরিচালক অভিষেক দাস এবং বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সহ-সভাপতি আবদুল্লাহ আল মামুন ও ডাইসিন ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আমানুর রহমান।

 

মেহেরুন এন. ইসলাম জানান, এই আয়োজনের অধীনে তিনটি প্রদর্শনী একযোগে অনুষ্ঠিত হবে: '২৪তম টেক্সটেক বাংলাদেশ ২০২৫ ইন্টারন্যাশনাল এক্সপো', '২৪তম ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফ্যাব্রিক শো ২০২৫ - সামার এডিশন' এবং '৪৮তম ডাই + কেম বাংলাদেশ ২০২৫ ইন্টারন্যাশনাল এক্সপো'। তিনি বলেন, 'এই প্রদর্শনীগুলো বাংলাদেশের গার্মেন্টস ও টেক্সটাইল শিল্পের সবচেয়ে বড় এবং প্রথম আন্তর্জাতিক প্রদর্শনী। এটি ক্রেতা ও সরবরাহকারীদের জন্য দেশের বৃহত্তম বিজনেস-টু-বিজনেস (বি-টু-বি) প্ল্যাটফর্ম, যা স্থানীয় ব্যবসায়ীদের অর্থ, শ্রম ও সময় সাশ্রয় করে এক ছাদের নিচে বৈশ্বিক সরবরাহকারীদের সাথে সংযোগ স্থাপনের সুযোগ করে দেবে।'

 

এবারের প্রদর্শনীতে ৩৭টি দেশের প্রায় ১৪৭৫টিরও বেশি কোম্পানি ২২৪৫টির অধিক বুথে তাদের পণ্য ও পরিষেবা প্রদর্শন করবে। এটি বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি, বৈদেশিক মুদ্রা অর্জন এবং দেশকে একটি গুরুত্বপূর্ণ বিজনেস হাব হিসেবে প্রতিষ্ঠা করতে সহায়ক ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।

 

প্রদর্শনী চলাকালীন পাঁচটি আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হবে।

 

১০ই সেপ্টেম্বর: 'ফাইভ জি, ক্লাউড অ্যান্ড বিয়োন্ড: সেইপিং অ্যা সাসটেইনেবল আরএমজি ইন্ডাস্ট্রি'

 

১১ই সেপ্টেম্বর: 'ইউএস রিসিপ্রোকাল ট্যারিফ অ্যান্ড ইটস আফটারম্যাথ'

 

১২ই সেপ্টেম্বর: 'ইন্টিগ্রেটিং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইনটু বাংলাদেশের আরএমজি অ্যান্ড ফ্যাশন ইন্ডাস্ট্রি' এবং 'ফ্রম ওয়েস্ট টু ওয়েলথ: সার্কুলার ইকোনমি সল্যুশনস ফর দ্য টেক্সটাইল ভ্যালু চেইন'

 

১৩ই সেপ্টেম্বর: 'হাউ আলিবাবা ডটকম সাপোর্টস এক্সপোর্টারস ইন রিচিং ইন্টারন্যাশনাল মার্কেটস'

 

প্রদর্শনীটি প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সংশ্লিষ্ট দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। এবারের আয়োজনে ট্রাভেল, কুরিয়ার ও কার্গো পার্টনার হিসেবে বেঙ্গল এয়ারলিফট এবং ম্যাগাজিন পার্টনার হিসেবে 'টেক্সটাইল টুডে' ও 'টেক্সটাইল ফোকাস' যুক্ত রয়েছে।

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন