বাংলাদেশ, রাজনীতি

১২ই অক্টোবর চাকসু নির্বাচন, তফসিল ঘোষণা

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ২৮শে আগস্ট ২০২৫ ০৪:১১:৪৪ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

তিন দশকেরও বেশি সময়ের অপেক্ষার অবসান ঘটিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। আগামী ১২ই অক্টোবর এই নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (২৮শে আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে চাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনির উদ্দিন এই তফসিল ঘোষণা করেন। তিনি জানান, খসড়া ভোটার তালিকা অনুযায়ী এবারের নির্বাচনে মোট ২৫ হাজার ৭৫২ জন শিক্ষার্থী তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী সোমবার খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে এবং ১১ সেপ্টেম্বর চূড়ান্ত তালিকা প্রকাশ পাবে। প্রার্থীদের জন্য মনোনয়নপত্র বিতরণ শুরু হবে ১৪ সেপ্টেম্বর এবং মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া চলবে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত। যাচাই-বাছাই শেষে ২৫ সেপ্টেম্বর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

 

ভোট গ্রহণ ১২ অক্টোবর সকাল নয়টা থেকে শুরু হয়ে একটানা বিকেল চারটা পর্যন্ত চলবে এবং ভোট গ্রহণ শেষে গণনা শুরু হবে।

 

উল্লেখ্য, ১৯৬৬ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর প্রথম চাকসু নির্বাচন হয় ১৯৭০ সালে। তবে এখন পর্যন্ত মাত্র ছয়বার এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, যার সর্বশেষটি হয়েছিল ১৯৯০ সালের ৮ ফেব্রুয়ারি। এরপর বিভিন্ন ছাত্র সংগঠনের মধ্যে অস্থিরতা ও উপযুক্ত পরিবেশের অভাবে আর কোনো নির্বাচন আয়োজন করা সম্ভব হয়নি। বর্তমানে বিশ্ববিদ্যালয়টিতে প্রায় ২৮ হাজারের বেশি শিক্ষার্থী অধ্যয়নরত আছেন।

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন