বাংলাদেশ, জেলার সংবাদ

১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন ৫৩ জন

ঠাকুরগাঁও প্রতিনিধি

ডিবিসি নিউজ

বুধবার ২২শে মার্চ ২০২৩ ০৪:৪৪:২০ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

‘চাকরি নয়, সেবা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে কোনো রকম অনিয়ম ছাড়াই মেধা ও যোগ্যতার ভিত্তিতে পুলিশের কনস্টেবল পদে নিয়োগ পেলেন ৫৩ জন নারী-পুরুষ।

মাত্র ১২০ টাকায় চাকরি। অবিশ্বাস্য হলেও এমনটাই দেখা গেছে ঠাকুরগাঁওয়ে পুলিশ কনস্টেবল নিয়োগে। ১২০ টাকা দিয়ে আবেদন ফরম পূরণের পর নিয়োগ প্রক্রিয়ায় তাদের আর কোনো অর্থ খরচ করতে হয়নি। এরপর ধাপে ধাপে মেধা আর যোগ্যতার পরীক্ষা দিয়েই মিলেছে নিয়োগপত্র। স্বচ্ছতার ভিত্তিতে নিজেদের প্রমাণ করতে পেরে খুশি নবনিযুক্ত কনস্টেবলরা।

 

নিয়োগে কোনো রকম তদবির এবং কোনো টাকা-পয়সা ছাড়াই নিজ যোগ্যতায় সন্তানের  চাকরি হওয়ায় খুশি অভিভাবকরাও। এই নিয়োগে মেধার ভিত্তিতে শুধুমাত্র যোগ্য ব্যক্তিদের নিয়োগ দেওয়া হয়েছে বলে জানান ঠাকুরগাঁও পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।

 

তিনি বলেন, ‘২০২২ সালের ডিসেম্বরে পুলিশ কনস্টেবল পদে লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফল এরই মধ্যে প্রকাশিত হয়েছে। সাধারণ পুরুষ, অন্যান্য কোটা ও নারী মিলে ৫৩ জন চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছেন। নিয়োগ কার্যক্রমে নতুন একটি পদ্ধতি পরিচালিত হয়। এক্ষেত্রে তাদের ৭টি গুরুত্বপূর্ণ ধাপ পেরিয়ে আসতে হয়েছে। নিয়োগের ব্যাপারে বিভিন্ন স্থানে ভিডিও প্রদর্শন করেছি। ভিডিও’র মাধ্যমে মেসেজ ছিল নিয়োগে কোনোভাবেই অর্থনৈতিক সংযোগে, কোনো কুচক্রী মহলের কোন আশ্বাসে চাকরি হবে না, সম্পূর্ণ যোগ্যতার ভিত্তিতে চাকরি হবে। যারা চান্স পেয়েছে, তারা সম্পূর্ণ তাদের মেধা ও যোগ্যতায় চাকরি পেয়েছে। নিয়োগ কার্যক্রমকে লক্ষ করে এরই মধ্যে দু’টি দালাল চক্রকে গ্রেপ্তার করেছি। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার সূত্র ধরে গতকালও আরও দুজনকে গ্রেপ্তার করেছি।’

 

এর আগে, ঠাকুরগাঁয়ে ১৮৫৫ আবেদনকারীর মধ্যে মাঠে উপস্থিত হন ১৪০৬ জন। আর ৭ ধাপের বাছাই পর্বে টিকে নিয়োগ পান ৫৩ জন চাকরি প্রত্যাশী।

 

ডিবিসি/ এফএটি

আরও পড়ুন