ভোক্তাপর্যায়ে স্বস্তি দিয়ে আবারও কমানো হলো তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও অটোগ্যাসের দাম। ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৯১ টাকা কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার ২৭৩ টাকা। পাশাপাশি যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম প্রতি লিটারে ৪ টাকা ১৮ পয়সা কমিয়ে ৫৮ টাকা ২৮ পয়সা নির্ধারণ করা হয়েছে।
রবিবার (৩রা আগস্ট) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই নতুন দর ঘোষণা করে। কমিশন জানিয়েছে, আজ সন্ধ্যা থেকেই এই নতুন মূল্য সারা দেশে কার্যকর হবে।
বিইআরসি’র ঘোষণা অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে প্রাকৃতিক গ্যাসের মূল্য হ্রাস এবং ডলারের সাথে টাকার বিনিময় হার বিবেচনায় নিয়ে এই মূল্য সমন্বয় করা হয়েছে। প্রতি মাসেই আন্তর্জাতিক বাজারের সাথে সঙ্গতি রেখে এলপিজি ও অটোগ্যাসের দাম পুনঃনির্ধারণ করে আসছে বিইআরসি।
এর আগে গত ২রা জুলাই, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৩৯ টাকা কমিয়ে ১ হাজার ৩৬৪ টাকা এবং অটোগ্যাসের দাম প্রতি লিটারে ১ টাকা ৮৪ পয়সা কমিয়ে ৬২ টাকা ৪৬ পয়সা নির্ধারণ করা হয়েছিল। সেই হিসাবে, আগস্ট মাসে ভোক্তারা আরও সুলভ মূল্যে এলপিজি ও অটোগ্যাস ব্যবহার করতে পারবেন।
ডিবিসি/আরএসএল