বাংলাদেশ, জেলার সংবাদ

১২ ঘন্টা পরও খোঁজ মেলেনি চট্টগ্রামে খালে পড়ে নিখোঁজ শিশুর

চট্টগ্রাম প্রতিনিধি

ডিবিসি নিউজ

শনিবার ১৯শে এপ্রিল ২০২৫ ০৯:৩৯:১৮ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

চট্টগ্রামে খালে পড়ে নিখোঁজ শিশুর এখনো সন্ধান পাওয়া যায়নি। শিশুটিকে উদ্ধারে সকালে আবারো অভিযান শুরু করেছে নৌবাহিনীর ডুবুরি দল।

শনিবার (১৯শে এপ্রিল) সকাল ৮টা থেকে এ অভিযান শুরু হয়। এর আগে শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম নগরীর চকবাজার থানার কাপাসগোলা এলাকায় মা ও ছয় মাস বয়সী শিশুসহ একটি ব্যাটারিচালিত রিকশা উলটে খালে পড়ে যায়।

 

স্থানীয়দের সহযোগিতায় মাকে উদ্ধার করা গেলেও শিশুটি পানিতে তলিয়ে যায়। পরে উদ্ধার অভিযানে নামে ফায়ার সার্ভিস। রাত ১২টার দিকে ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান সমাপ্ত করে।

চট্টগ্রামে এর আগেও খালে পড়ে শিশু নিখোঁজের ঘটনা ঘটেছে। ২০২২ সালে ষোলশহর এলাকায় শিশু কামাল নালায় পড়ে নিখোঁজ হয় এবং তিন দিন পর মুরাদপুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

 

২০২৩ সালের ২৭ আগস্ট আগ্রাবাদ রঙ্গীপাড়া এলাকায় ১৮ মাসের শিশু ইয়াছিন আরাফাত নালায় পড়ে নিখোঁজ হয় এবং প্রায় ১৭ ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার হয়। ২০২৪ সালের জুনে গোসাইলডাঙ্গা এলাকায় ৭ বছরের শিশু সাইদুল ইসলাম নালায় পড়ে নিখোঁজ হয়।

 

ডিবিসি/অমিত

আরও পড়ুন