আন্তর্জাতিক

১৪২ বছর বয়সে মারা গেলেন ৪০ বার হজ করা সৌদির প্রবীণতম ব্যক্তি

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সৌদি আরবের সবচেয়ে প্রবীণ ব্যক্তি নাসের বিন রাদান আল রশিদ আল ওয়াদাই ইন্তেকাল করেছেন। ১৪২ বছর বয়সী এই বৃদ্ধ তাঁর জীবদ্দশায় ৪০ বারেরও বেশি পবিত্র হজ পালন করেছেন।

রোববার (১১ জানুয়ারি) দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর দাহরান আল জানুবে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় প্রায় ৭ হাজার মানুষ অংশ নেন। পরে তাঁকে তাঁর নিজ গ্রাম আল রশিদে দাফন করা হয়।

 

পারিবারিক সূত্রে জানা গেছে, নাসের বিন রাদান অত্যন্ত ধর্মপরায়ণ ছিলেন। পবিত্র কাবা শরিফ ও হজের প্রতি তাঁর ছিল গভীর অনুরাগ। দীর্ঘ জীবনে শারীরিক সক্ষমতা বজায় রেখে তিনি ৪০ বারের বেশি হজ সম্পন্ন করেছেন, যা স্থানীয়দের কাছে এক অনন্য নজির হিসেবে বিবেচিত হচ্ছে।

 

মৃত্যুকালে তিনি সন্তান ও নাতি-নাতনিসহ মোট ১৩৪ জন বংশধর রেখে গেছেন। তাঁর জীবনের আরেকটি বিস্ময়কর অধ্যায় হলো, ১১০ বছর বয়সে তিনি সর্বশেষ বিয়ে করেছিলেন এবং সেই বয়সেও তিনি এক কন্যাসন্তানের বাবা হন।

 

নাসের বিন রাদান আধুনিক সৌদি আরব রাষ্ট্র হিসেবে একীভূত হওয়ার আগেই জন্মগ্রহণ করেছিলেন। তিনি সৌদি আরবের প্রতিষ্ঠাতা বাদশাহ আব্দুল আজিজ থেকে শুরু করে বর্তমান বাদশাহ সালমান পর্যন্ত সবার শাসনামল প্রত্যক্ষ করেছেন।

 

তথ্যসূত্র গালফ নিউজ

 

ডিবিসি/এমইউএ

আরও পড়ুন