বাংলাদেশ, রাজনীতি

১৪ দল ও জাপার রাজনীতি নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে নোটিশ

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

সোমবার ১৯শে মে ২০২৫ ০৮:৫৫:০০ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

১৪ দল এবং তার অন্যতম শরিক জাতীয় পার্টি (জাপা)'র রাজনীতি নিষিদ্ধ ও নিবন্ধন বাতিলের দাবি জানিয়ে সরকারের সংশ্লিষ্টদের লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

রবিবার (১৮ই মে) পাঠানো নোটিশে প্রধান নির্বাচন কমিশনার, আইন, বিচার ও সংসদ বিষয়ক সচিব ও প্রধান উপদেষ্টার মুখ্য সচিবকে বিবাদী করা হয়েছে নোটিশে।


জোটের প্রধান শরিক আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হলেও ১৪ দলীয় জোটের বাকি দলগুলোর বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের তাগিদ দেয়া হয়েছে নোটিশে। লক্ষ্মীপুরের বাসিন্দা ও জাতীয় নাগরিক পার্টির কর্মী পরিচয় দেওয়া হোসাইন মোহাম্মদ আনোয়ারের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী সালাহ উদ্দিন রিগান নোটিশটি পাঠান। 

 

নোটিশে বলা হয়, আওয়ামী লীগ দমন নিপীড়ন একা চালায়নি। তার অন্যতম প্রধান শরীক ১৪ দলীয় জোটের সিদ্ধান্তেই তারা সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে। কিন্তু আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হলেও বাকিদের বিষয়ে কোনো ব্যবস্থা নেয়া হয়নি। নোটিশে আরও বলা হয়, যদি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয় তাহলে এই দলগুলোর কেন নয়? তাই এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে অনুরোধ করা হয়েছে। অন্যথায় হাইকোর্টে রিট করা হবে।

 

ডিবিসি/ রাসেল

আরও পড়ুন