খেলাধুলা, ক্রিকেট

১৫৫ রানে অলআউট পাকিস্তান, সেমির আশা বাংলাদেশের

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

শনিবার ৩রা ফেব্রুয়ারি ২০২৪ ১১:২৫:৩২ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পুরো প্রথম ইনিংসে সঠিক সময়ে, সঠিক কাজটাই করে গিয়েছেন বাংলাদেশের বোলাররা। তাতে পাকিস্তানকেও আটকে রাখা গিয়েছে অল্প রানের মধ্যেই। এতে সেমিফাইনালে যাওয়ার আশাও তাই টিকে রইল প্রথম ইনিংস শেষে।

বেনোনিতে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি। পিচে ঘাস থাকায় অধিনায়কের সিদ্ধান্ত নিয়ে সন্দেহ ছিল না। দিনশেষে মাহফুজুর রাব্বির এই সিদ্ধান্তেরই জয় হলো। যদিও তাতে বড় কৃতিত্ব বোলার রোহানাত-দৌলা বর্ষন এবং শেখ পারভেজ জীবনের।  দুজনের আঁটসাঁট বোলিং এবং উইকেট শিকারের সুবাদে ১৫৫ রানেই আটকেছে পাকিস্তান।

 

আগেই জানা গিয়েছিল বাংলাদেশের সুপার সিক্স থেকে সেমিফাইনাল যাওয়ার সমীকরণ। আগে ব্যাট করলে জিততে হতো ৫০ রানের ব্যবধানে। আর বোলিং করলে ৩৮ থেকে ৪০ ওভার পর্যন্ত সময় পেত জুনিয়র টাইগাররা। বেনোনির ঘাসের পিচে আগে বল করার পরেই শুরু হয়ে যায় পাকিস্তানকে কম রানে আটকে রাখার প্রচেষ্টা। 

 

বোলার রোহানাত-দৌলা বর্ষন এবং শেখ পারভেজ জীবনের আঁটসাঁট বোলিং এবং উইকেট শিকারের সুবাদে ১৫৫ রানেই আটকেছে পাকিস্তান। পাকিস্তানের ১৫৬ রানের টার্গেট বাংলাদেশকে টপকাতে হবে ৩৮.১ ওভারের মধ্যে। তাহলেই রানরেটে তাদের পেছনে ফেলে সেমিফাইনালে যাবে বাংলাদেশের যুবারা। 

 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন