আন্তর্জাতিক, আরব

১৫ কোটি টাকায় ওমানের গোল্ডেন ভিসা!

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

রবিবার ২৪শে আগস্ট ২০২৫ ০৪:৪২:২৭ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বিদেশি বিনিয়োগকারীদের জন্য বড় সুখবর। মধ্যপ্রাচ্যের দেশ ওমানে আগামী ৩১শে আগস্ট ২০২৫ থেকে 'গোল্ডেন ভিসা' প্রদান করা হবে।মূলত বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতেই এই দীর্ঘমেয়াদি ভিসা প্রোগ্রাম চালু করা হচ্ছে বলে জানা যায়। গোল্ডেন ভিসার মাধ্যমে বিনিয়োগকারীরা ওমানে দীর্ঘ সময় বসবাস, ব্যবসা পরিচালনা এবং পরিবারের সদস্যদের সঙ্গে থাকার সুযোগ পাবেন।

চালু হতে যাওয়া ওমানের গোল্ডেন ভিসা দুই ক্যাটাগরিতে পাওয়া যাবে, প্রথম ক্যাটাগরির ১০ বছরের গোল্ডেন ভিসা প্রদান করা হবে। এই ক্যাটাগরির ভিসা পেতে হলে আবেদনকারীকে কমপক্ষে ৫ লাখ ওমানি রিয়াল বিনিয়োগ করতে হবে, যা বাংলাদেশি টাকায় প্রায় ১৫ কোটি ৫০ লাখ টাকা।

 

একই সাথে, ওমানে রিয়েল এস্টেটে সম্পত্তি বেচা-কেনা, ওমানি কোম্পানিতে সরাসরি বিনিয়োগ, নিজস্ব কোম্পানি গঠন করে কমপক্ষে ৫০ জন ওমানি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে।

দ্বিতীয় ক্যাটাগরিতে দেওয়া হচ্ছে ৫ বছরের গোল্ডেন ভিসা। এই ভিসার জন্য প্রয়োজন কমপক্ষে ২ লাখ ৫০ হাজার ওমানি রিয়াল বিনিয়োগ, যা বাংলাদেশি টাকায় প্রায় ৭ কোটি ৯০ লাখ।

 

একই সাথে প্রয়োজন হবে, রিয়েল এস্টেটে বিনিয়োগ, স্থানীয় কোম্পানিতে মালিকানা, ওমান সরকারের ডেভেলপমেন্ট বন্ডে বিনিয়োগ।

গোল্ডেন ভিসার জন্য আবেদনকারীর বয়স কমপক্ষে ২১ বছর, সকল ধরনের অপরাধমুক্ত সনদ, আবেদনকারী ও তার পরিবারের জন্য পর্যাপ্ত আর্থিক সামর্থ্য রয়েছে তার তথ্য সরবরাহ করতে হবে।

 

গোল্ডেন ভিসাধারীরা ওমানে দীর্ঘমেয়াদি বসবাসের সুযোগ পাবেন, নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান নিজে পরিচালনা করতে পারবেন, স্থানীয় ব্যাংকে ব্যাংক অ্যাকাউন্ট খোলার সুযোগ পাবেন, স্ত্রী, সন্তানসহ পরিবারের সদস্যদের জন্য রেসিডেন্সি ভিসা স্পন্সর করার সুবিধাও পাবেন তারা।

 

ওমান সরকারের এই পদক্ষেপটি দেশটিতে বৈদেশিক বিনিয়োগ বাড়াতে এবং অর্থনৈতিক ভিত্তিকে আরও মজবুত করতে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। গোল্ডেন ভিসা এই সিদ্ধান্তটি প্রবাসীদের জন্য একটি বড় সুযোগ, যারা নিরাপদ, স্থিতিশীল এবং ব্যবসাবান্ধব পরিবেশে দীর্ঘমেয়াদে বসবাস ও কাজ করতে আগ্রহী তারা এই সুযোগটি কাজে লাগাতে পারেন।

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন