প্রায় ১৫ বছর বিরতির পর বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্র সচিব পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক (এফওসি) অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার।
উক্ত বৈঠকে যোগ দিতে পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ বুধবার ঢাকায় আসছেন, যেখানে বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিন বৈঠকে নেতৃত্ব দেবেন।
আলোচনায় দ্বিপাক্ষিক স্বার্থসংক্রান্ত নানা বিষয় উঠে আসবে বলে আশা করা হচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, কোনও নির্দিষ্ট এজেন্ডা নির্ধারণ করা না হলেও আলোচনার সময় পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সকল বিষয়ই আলোচনায় আসবে বলে মনে করা হচ্ছে।
পাকিস্তান বাংলাদেশের সাথে বাণিজ্যিক সম্পর্ক বাড়াতে আগ্রহী, বিশেষ করে তুলা রপ্তানির ক্ষেত্রে। এছাড়া, সরাসরি বিমান যোগাযোগ প্রতিষ্ঠার জন্য পাকিস্তানি বেসরকারি বিমানসংস্থা এয়ার সিয়ালের আবেদন প্রক্রিয়াধীন রয়েছে।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের এপ্রিলের শেষে ঢাকা সফরের কথাও জানানো হয়েছে, যা ২০১২ সালের পর প্রথম কোনো পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফর হবে।
ঢাকায় অবস্থানকালে, পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ বৃহস্পতিবার পররাষ্ট্র সচিবরে সাথে বৈঠকের পরে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন বলে আশা করা হচ্ছে। উল্লেখ্য, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে শেষ এফওসি ২০১০ সালে অনুষ্ঠিত হয়েছিল।
ডিবিসি/রিয়াসাদ