বাংলাদেশ, জেলার সংবাদ

১৬ ঘণ্টা পর হবিগঞ্জের ৪ উপজেলায় আংশিক বিদ্যুৎ সরবরাহ

হবিগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

শুক্রবার ১লা আগস্ট ২০২৫ ০৭:৫১:২৪ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

হবিগঞ্জের শাহজিবাজার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে আগুনের ঘটনার প্রায় ১৬ ঘণ্টা পর জেলার ৪টি উপজেলায় আংশিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু হয়েছে। তবে এখনও সম্পূর্ণ বিদ্যুৎবিচ্ছিন্ন রয়েছে মাধবপুর উপজেলা। ক্ষতিগ্রস্ত দুটি ট্রান্সফরমার চালুর জন্য চেষ্টা অব্যাহত আছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় শাহজিবাজার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে আগুন লেগে দুটি ট্রান্সফরমার পুড়ে যায় এবং আরেকটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়। এর ফলে হবিগঞ্জ সদর, মাধবপুর, চুনারুঘাট, শায়েস্তাগঞ্জ ও লাখাই উপজেলা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে, যা জনজীবনে দুর্ভোগ নিয়ে আসে।

 

শুক্রবার বেলা ১১টার দিকে হবিগঞ্জ সদর, চুনারুঘাট, শায়েস্তাগঞ্জ ও লাখাই উপজেলার কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ শুরু হয়।

 

হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মোহাম্মদ জিল্লুর রহমান জানান, ১৬০ মেগাওয়াট চাহিদার বিপরীতে বর্তমানে মাত্র ৩০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হচ্ছে। বিদ্যুৎ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে আরও একদিন সময় লাগতে পারে।

 

ডিবিসি/ এইচএপি

আরও পড়ুন