বাংলাদেশ, রাজনীতি

১৬ বছর বাংলাদেশ কালো মেঘের নিচে চাপা পড়ে ছিল: তারেক রহমান

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৫৯ মিনিট আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিগত ১৬ বছর ধরে বাংলাদেশ একটি কালো মেঘের নিচে চাপা পড়ে ছিল।

মানবাধিকার দিবস উপলক্ষ্যে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক বার্তায় তিনি বলেন, এই অন্ধকার কারও জন্য ছিল তীব্র, আবার কেউ নীরবে সইতে বাধ্য হয়েছে। তবে ভবিষ্যতে সরকার সমর্থক বা বিরোধী কোনো বাংলাদেশিকেই আর রাষ্ট্রের ভয়ে বাঁচতে হবে না।

 

তারেক রহমান তার পোস্টে উল্লেখ করেন, যারা সরকারবিরোধী অবস্থান নিয়েছিল, তাদের জন্য মিথ্যা মামলা, রাতে দরজায় কড়া নাড়া, গুম ও নির্যাতন ছিল নিত্যদিনের বাস্তবতা। তিনি বলেন, বিচার বহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যুতে বিএনপির নেতাকর্মীরাই সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে। চব্বিশের অভ্যুত্থানেও বিএনপির ঘরেই সবচেয়ে বেশি রক্ত ঝরেছে।

 

তবে তিনি স্মরণ করিয়ে দেন, এই অত্যাচারের শিকার শুধু বিএনপি নয়; ছাত্র, সাংবাদিক, লেখক, পথচারীসহ সাধারণ মানুষও নির্যাতিত হয়েছেন।


ডিবিসি/এএমটি

আরও পড়ুন