দেশের মাটিতে পা রাখার মধ্য দিয়ে প্রায় ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটল যাচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদা রহমানের।
মঙ্গলবার (৬ই মে) সকাল সাড়ে দশটার দিকে শাশুড়ির সঙ্গে ঢাকার বিমানবন্দরে অবতরণ করেন ডা. জোবাইদা রহমান। তার জন্য প্রস্তুত করা হয়েছে ধানমন্ডির ৫ নম্বর সড়কের 'মাহবুব ভবন'। পাশাপাশি নেয়া হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। একই সাথে সম্পন্ন করা হয়েছে বাড়ির সাজসজ্জা। নিরাপত্তার জন্য পুলিশ সদস্য ছাড়া বিএনপি চেয়ারপারসনের সিকিউরিটি ফোর্স সদস্যরাও দায়িত্ব পালন করবেন।
জোবাইদা রহমানের বাবা নৌবাহিনীর সাবেক প্রধান, রিয়ার এডমিরাল মরহুম মাহবুব আলী খানের বাসা ধানমন্ডির ৫ নম্বর সড়কে এই ‘মাহবুব ভবন’। এখানে এখন জোবাইদার মা সৈয়দা ইকবাল মান্দ বানু, বড় বোন শাহীনা জামান ও তার পরিবারের সদস্যরা বাস করেন। পরিবারের ছোট মেয়ে জোবাইদা রহমান ঢাকায় এসে বাবার বাড়িতে উঠবেন।
২০০৮ সালের ১১ই সেপ্টেম্বর একমাত্র মেয়ে জায়মাকে নিয়ে স্বামী তারেক রহমানের সঙ্গে ঢাকা ছেড়েছিলেন ডাক্তার জোবাইদা। এক-এগারোর সরকার এবং পরবর্তী সময়ে, শেখ হাসিনার সরকারের রোষানলে পড়েছিলেন স্বামীর সঙ্গে জোবাইদাও। ২০০৮ সালে শিক্ষা ছুটি নিয়ে লন্ডন যাওয়ার পরে শেখ হাসিনার সরকার তাকে চাকরি থেকে বরখাস্ত করে।
ডিবিসি/ রাসেল