বাংলাদেশ, জাতীয়

১৭ বছর পর ভোটাধিকার ফিরে পাচ্ছে সাধারণ মানুষ

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৯ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

প্রায় ১৭ বছর পর আবারও নিজেদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেতে যাচ্ছে দেশের সাধারণ মানুষ। শেখ হাসিনা সরকারের অধীনে অনুষ্ঠিত তিনটি একতরফা ও প্রশ্নবিদ্ধ নির্বাচনের পর, আগামী ১২ই ফেব্রুয়ারির নির্বাচন ঘিরে তৈরি হয়েছে অবাধ ও সুষ্ঠু ভোটের প্রত্যাশা।

২০০৮ সালের পর থেকে ধীরে ধীরে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে আওয়ামী লীগ সরকার, যার ফলে সাধারণ ভোটাররা তাদের গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত ছিলেন।

 

২০১৪ সালের ৫ই জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে ১৫৩টি আসনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয় পায় আওয়ামী লীগ, যা ছিল ভোটারবিহীন এক প্রহসনের নির্বাচন। এরপর ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হয় তথাকথিত ‘রাতের ভোট’, যেখানে কারচুপির অভিযোগে বিরোধীরা ভোট বর্জন করে। 

 

সর্বশেষ ২০২৪ সালের ৭ই জানুয়ারি আবারও একটি একতরফা ডামি নির্বাচন আয়োজন করে শেখ হাসিনা সরকার। দীর্ঘ সময় পর এবার অন্তর্বর্তী সরকারের অধীনে জনগণ নিজের ভোট নিজে দিয়ে পছন্দের প্রার্থী নির্বাচনের সুযোগ পাচ্ছে, যা দেশে পুনরায় গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার পথ সুগম করবে।


ডিবিসি/এএমটি

আরও পড়ুন