বাংলাদেশ, রাজনীতি, জেলার সংবাদ

১৭ বছর পর রংপুরে জামায়াতের বিভাগীয় জনসভা

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

শুক্রবার ৪ঠা জুলাই ২০২৫ ০২:৩০:০১ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দীর্ঘ ১৭ বছর পর রংপুরে হচ্ছে জামায়াতে ইসলামীর বিভাগীয় জনসভা। রংপুর জিলা স্কুল মাঠের এই জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (৪ঠা জুলাই) সকাল থেকে দলে দলে নেতাকর্মীরা ছুটে আসছেন সভাস্থলে। বিপ্লব পরবর্তী সময়ে এমন সমাবেশে আসতে পেরে খুশি তারা। আয়োজকদের ধরণা লক্ষাধিক লোকের সমাগম হতে পারে সমাবেশে।

 

বিকেল ৩টায় আনুষ্ঠানিকভাবে শুরু হবে সভার কার্যক্রম। জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহিদ আবু সাঈদ হত্যার বিচার, তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন, সাংবিধানিক সংস্কার ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরির মতো গুরুত্বপূর্ণ ইস্যু সামনে রেখেই এ জনসভা হচ্ছে। এ আয়োজনের প্রধান বক্তা জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলাম।

 

ডিবিসি/এএনটি

আরও পড়ুন