কথায় বলে, ইচ্ছা থাকলেই উপায় হয়৷ সে কথাই যেন ফের প্রমাণ করলেন তামিলনাড়ুর সালেমের এক যুবক। পেশায় কম্পিউটার অপারেটর ওই যুবকের দীর্ঘদিনের ইচ্ছে ছিল নিজের স্বপ্নের বাইক কেনার। কিন্তু সামর্থ্য ছিল না। আর তাই বছর তিনেক ধরে খুচরো টাকা জমাচ্ছিলেন তিনি৷ আর বিন্দু বিন্দু মিলেই অবশেষে গড়ে উঠল সিন্ধু! জমানো টাকা দিয়ে দু’লক্ষ ৬০ হাজার টাকার একটি দামী বাইক কিনলেন যুবক।
সালেমের এই যুবকের নাম ভি বুবাথি। কম্পিউটার অ্যাপ্লিকেশনে স্নাতক এই যুবক বছর চারেক আগে অন্যরকম কিছু করতে ইউটিউবার হয়ে যান। পাশাপাশি একটি বেসরকারি সংস্থায় কম্পিউটার অপারেটরের কাজও করেন। তিনিই নিজের ইউটিউব চ্যানেলে এই কীর্তির একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানেই জানা যায়, কীভাবে তিলে তিলে খুচরো টাকা জমিয়ে বাইক কিনতে সক্ষম হয়েছেন ওই যুবক।
বিগত তিন বছর ধরে ১ টাকার কয়েন জমিয়ে এসেছিলেন ভি বুবাথি নামে ওই যুবক। অবশেষে সেই খুচরো দিয়েই জমিয়ে ফেলেন ২ লাখ ৬০ হাজার টাকা। আর সেই খুচরো নিয়েই তিনি সোজা চলে যান বাইকের শো-রুমে। যুবকটির দেওয়া সেই বিপুল সংখ্যক কয়েন দেখে হতভম্ব হয়ে যান শো-রুমের কর্মীরা। খুচরো গুনতে কালঘাম ছুটে যায় তাদের। অবশেষে ১০ ঘণ্টার চেষ্টায় গোনা হয় টাকা৷ এরপরই যুবকটির হাতে তুলে দেওয়া হয় বাইকটির চাবি।
বুবাথির এই কাহিনী এবং তাঁর শেয়ার করা ভিডিও ইতিমধ্যেই মন কেড়ে নিয়েছে নেটজনতার৷ যুবকটির ধৈর্য্যের প্রশংসায় পঞ্চমুখ প্রায় সকলেই। অনেকে এও বলেছেন, স্বপ্নপূরণের জন্য শুধু অর্থ নয়, আসলে দরকার পরিশ্রম, চেষ্টা ও ধৈর্য্যের। তা থাকলেই স্বপ্ন সত্যি হতে বাধ্য! বুবাথির সেই অসাধারণ চেষ্টাই সকলের নজর কেড়েছে।