অনিশ্চিয়তায় খেলা ক্রিকেটে গতকাল ঘটলো অবিশ্বাস্য এক ঘটনা! চোখ কচলে বারবার দেখলেও যেন বিশ্বাস হতে চায় না এমন কিছু! মাত্র ১ বলেই যে ৩ ছক্কা হজম করেছেন সেন্ট লুসিয়া কিংসের পেসার ওশান টমাস!
গতকাল (২৬শে আগস্ট) ড্যারেন স্যামি স্টেডিয়ামে গায়ানা আমাজন ওয়ারিয়র্সের বিপক্ষে এই ঘটনা ঘটে।
ইনিংসের ১৫তম ওভারে টমাসের প্রথম দুই বল থেকে ৪ রান আসে। এরপর তৃতীয় বলটি ছিল ‘নো বল’। এই ফ্রি হিটে আবারও ওয়াইড দেন টমাস। এরপর তিনি আরও দুটি ‘নো বল’ করেন, যার ফ্রি হিটগুলোতে রোমারিও শেফার্ড তিনটি ছক্কা মারেন। অর্থাৎ, একটি বল থেকে তিনি তিনটি ছক্কা হজম করেন। শেষ পর্যন্ত, এই ওভারের তৃতীয় বল থেকে ২২ রান আসে। পুরো ওভারে টমাস ৩৩ রান দেন, যার মধ্যে ১০টি বল ছিল। একই ওভারের শেষ বলে পাকিস্তানি ব্যাটসম্যান ইফতিখার আহমেদও একটি ছক্কা মারেন।
ডিবিসি/এফএইচআর