২০০৮ সালের মতো আর কোনো পাতানো নির্বাচন বাংলাদেশে হতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
তিনি অভিযোগ করেন, বর্তমান সরকার এবং নির্বাচন কমিশন একটি নির্দিষ্ট দলের দিকে ঝুঁকে পড়েছে, যা একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পথে বড় বাধা। তবে সকল প্রতিবন্ধকতা সত্ত্বেও সুষ্ঠু নির্বাচন আদায় করে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে জামায়াত নেতৃত্বাধীন ইসলামী জোট রাজনৈতিক অঙ্গনে আলোচনায় থাকলেও বর্তমানে তা ১০ দলীয় নির্বাচনি ঐক্য জোটে রূপ নিয়েছে। তবে যৌক্তিক আসন বন্টনের দাবি পূরণ না হওয়ায় ইসলামী আন্দোলন এই জোট থেকে সরে গেছে বলে মন্তব্য করেন জামায়াত নেতা।
নির্বাচন কমিশনের বর্তমান ভূমিকায় আগামী নির্বাচন প্রশ্নবিদ্ধ হতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।
এছাড়া, নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচির জন্য ছাত্রদলের সমালোচনাও করেন ডা. তাহের। তিনি মনে করেন, সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে কমিশনকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে।
ডিবিসি/এনএসএফ