ফুটবল

২০২৩ এশিয়ান কাপের বাছাই পর্বে সরাসরি খেলবে বাংলাদেশ

আকরাম হোসেন

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ১৭ই জুন ২০২১ ০২:২৪:৩৯ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বিশ্বকাপ প্রাকবাছাই থেকে বিদায় নিলেও সরাসরি এশিয়ান কাপের বাছাই পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ।

আগামি বছর আরো ৬ আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পেলো জামাল ভূইয়ারা। যার ৩ টি ম্যাচ হবে দেশের মাটিতেই।

কাতার বিশ্বকাপ ২০২২ ও চায়না এশিয়ান কাপ ২০২৩ এর প্রাকবাছাইয়ের মিশন শেষ করেছে বাংলাদেশ। ই' গ্রুপে ৮ ম্যাচে গোল খেয়েছে ১৯ টি আর দিয়েছে ৩ টি। সব মিলে ২ পয়েন্ট অর্জন করেছে লালসবুজের ছেলেরা। ফলে ৩৯ দলের মধ্যে বাংলাদেশের অবস্থান ৩৫তম।

এএফসির নিয়ম অনুযায়ী এই আসরের সেরা ১৩ দল সরাসরি খেলবে চায়না এশিয়ান কাপ ২০২৩ এর চুড়ান্ত পর্বে। যেখানে প্রতিদ্বন্দ্বিতা করবে ২৪ দল।

অন্যদিকে ৩৬ থেকে ৩৯ তম দলকে খেলতে হবে প্রাকবাছাই পর্ব। আগামী মাসে অনুষ্টিত হবে ড্র। যেখানে নির্ধারণ হবে বাংলাদেশ থকবে কোন গ্রুপে, আর প্রতিপক্ষই বা হবে কারা। তবে ম্যাচের সূচি নির্ধারণ করে ফেলেছে এএফসি। আগামি বছর ১ ফেব্রুয়ারি, ২৪ ও ২৯ মার্চ, ১৪ জুন এবং ২২ ও ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ম্যাচগুলি।

থার্ড বেস্ট ফিফথ টিম হয়ে বাংলাদেশ পেল আরও কিছু আন্তর্জাতিক ম্যাচ খেলার নিশ্চয়তা। আগেরবারের মতো এবার খেলতে হচ্ছে না প্লে-অফ। এখন কোচিং স্টাফ আর ফুটবলারদের সামনে বড় সুযোগ নিজেদের মেলে ধরার।

বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেন, বিষয়টি নিয়ে আমাদের একটু গভীরভাবে কাজ করতে হবে। কোচদের কাছ থেকে প্রতিবেদন নেব। আমাদের কিছু তৃতীয়পক্ষ আছে যারা দলের পারফরম্যান্স পর্যবেক্ষণ করে, তাদের কথা শুনতে হবে। আমাদের নিজেদের বুঝতে হবে আসলে আমরা কোন পর্যায়ে আছি। সভাপতি কাজী সালাউদ্দিনের সঙ্গে আমাদের কথা হয়েছে। তিনি চান বাছাইপর্বটা আমরা যেন সর্বোচ্চ প্রস্তুতি নিয়েই খেলি।

আরও পড়ুন