বাংলাদেশ, জাতীয়, শিক্ষা

২০২৩-২৪ সালেও সময়মত নেয়া সম্ভব হবে না এইচএসসি পরীক্ষা

Fatema Fateh Jan

ডিবিসি নিউজ

শনিবার ৩রা ডিসেম্বর ২০২২ ০৪:৩৪:০৩ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

এসএসসি ও এইচএসসি পরীক্ষার স্বাভাবিক সময়সূচিতে ফিরতে আরও সময় লাগবে। এবারের এইচএসসি পরীক্ষাও নিতে হয়েছে নির্ধারিত সময়ের চেয়ে অন্তত ৪ মাস পরে।

ফেব্রুয়ারির শুরুতে এসএসসি এবং এপ্রিলের শুরুতে হতো এইচএসসি পরীক্ষা। কিন্তু করোনার কারণে তিন বছর ধরে পুরো শিক্ষাপঞ্জীই এলোমেলো হয়ে গেছে।

 

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা যেমন সময়মত নেয়া যাচ্ছেনা, তেমনি একাদশ শ্রেণিতে ভর্তি ও ক্লাস শুরুও হচ্ছে স্বাভাবিক সময়ের অনেক পরে। তবে, করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় সরকারের লক্ষ্য ছিল আগামী বছর থেকে অন্তত মার্চের শুরুতে এসএসসি এবং মে'র শুরুতে এইচএসসি পরীক্ষা নেয়ার।

 

তারপরেও আগামী ২ বছর এইচএসসি পরীক্ষা এত এগিয়ে নেয়া সম্ভব হবেনা। তার কারণও জানালেন ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যন প্রফেসর তপন কুমার সরকার। তিনি বলেন, ‘কোর্স কারিকুলাম আছে। সেটি সম্পূর্ণ করার জন্য তাদেরকে আমাদের সময় দিতে হবে। যেহেতু, আমরা সংক্ষিপ্ত সিলেবাসে আর পরীক্ষা নিচ্ছে না, সেহেতু আমাদের যে ১৮ মাসের সময়টা, সেটা তাদের দিতে হবে। সেভাবেই আমাদের পরীক্ষা নিতে হবে। সিলেবাস অসমাপ্ত রেখে আমরা তাদের পরীক্ষায় বসতে দিতে পারি না।’

 

এদিকে, বিশেষজ্ঞরাও বলছেন, শুধু শিক্ষাপঞ্জী ঠিক করার জন্য তাড়াহুড়ো করে পরীক্ষা নিলে তাতে হিতে বিপরীত হবে।

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা গবেষণা ইন্সটিটিউটের অধ্যাপক ড. আবদুস সালাম বলেন, ‘পরবর্তীতে যে উচ্চ মাধ্যমিক পর্যায় রয়েছে, সেই উচ্চ শিক্ষার পূর্ববর্তী এই স্তরে পূর্ববর্তীর যে দুই বছরের শিখনঘাটতি রয়ে গেছে, সেই জায়গাগুলোতে নজর দিয়ে এসএসসি এবং এইচএসসি-তে একটা নির্দিষ্ট পদ্ধতিতে যদি তাদের  পড়ানো যায় এবং তাদেরকে শিখন শেখানোর কার্যক্রমে অন্তর্ভুক্ত করানো যায়, তাহলে এই ঘাটতিটা কিছুটা কমিয়ে আনা সম্ভব।’ 

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা গবেষণা ইন্সটিটিউটের অধ্যাপক ড. তাপস কুমার বিশ্বাস বলেন, ‘তাড়াহুড়ো করতে যেয়ে আমার শিক্ষার্থীদের একাডেমিক যে পর্যাপ্ত সময় শিখন শেখানোর জন্য ব্যয় করা উচিৎ, সে সময়টাতে ঘাটতি থেকে যাচ্ছে। পর্যাপ্ত সময় শিখন শেখানোর জন্য ব্যয় করা উচিৎ। বাৎসরিক একাডেমিকটাও ঠিক করা অনেক গুরুত্বপূর্ণ। কিন্তু, সেই সঙ্গে তাদেরকেও সময় দেয়াও প্রয়োজন।’

 

নতুন পাশ করাদের একাদশ শ্রেণীর ক্লাস ফেব্রুয়ারীর আগে শুরু হওয়ার সম্ভাবনা কম বলে জানিয়েছে শিক্ষা বোর্ড।

আরও পড়ুন