আন্তর্জাতিক, আমেরিকা, বিজ্ঞান ও প্রযুক্তি

২০২৪ সালে বিশেষ স্পেস স্যুটে চাঁদে নভোচারী পাঠাবে নাসা

আনোয়ার হোসেন

ডিবিসি নিউজ

বুধবার ১৬ই অক্টোবর ২০১৯ ১০:৫৯:৫০ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নাসা সূত্রে জানা গেছে, নতুন এক্সইএমইউ স্পেস স্যুটটি যথেষ্ট উন্নতমানের এবং চাঁদের মাটির জন্য একেবারে উপযুক্ত।

২০২৪ সালে চাঁদে নভোচারী পাঠানোর প্রস্তুতি নিচ্ছে নাসা। যার জন্য দুটি স্পেস স্যুট ও বিশেষ ভাবে ডিজাইন করা হয়েছে। যার মধ্যে একটি স্পেসসুট, এক্সইএমইউ চাঁদের দক্ষিণ মেরু পৃষ্টের তথ্য দেবে।
পাশাপাশি অন্য স্পেস স্যুট ওরিওন ক্রু সারভাইভাল সিস্টেম আগেই উন্মোচন করা হয়েছিল। এবার তা প্রয়োগ হতে চলেছে। নতুন এক্সইএমইউ স্পেস স্যুটটি যথেষ্ট উন্নতমানের এবং চাঁদের মাটির জন্য একেবারে উপযুক্ত। পাশাপাশি চাঁদের শিলা পরীক্ষার কাজেও এই স্পেস স্যুট বিশেষ ভাবে কাজে লাগবে বলে জানিয়েছেন নাসার বৈজ্ঞানিক কেট রুবিনস।

আরও পড়ুন