২০২৬ ফিফা বিশ্বকাপের চূড়ান্ত সূচি প্রকাশ করা হয়েছে, যেখানে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের বিশ্বকাপ মিশন শুরু হবে ১৯শে জুন। তাদের প্রথম প্রতিপক্ষ হাইতি।
অন্যদিকে, বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ২২শে জুন, যেখানে লিওনেল মেসির দল মুখোমুখি হবে অস্ট্রিয়ার। মেক্সিকো সিটিতে ১১ জুন সাউথ আফ্রিকা ও সাউথ কোরিয়ার ম্যাচ দিয়ে পর্দা উঠবে ৪৮ দলের এই মেগা আসরের।
যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে আয়োজিত এই বিশ্বকাপে ব্রাজিল রয়েছে 'সি' গ্রুপে এবং আর্জেন্টিনা 'জে' গ্রুপে। ফুটবল প্রেমীদের নজর থাকবে 'আই' গ্রুপের দিকেও, যেখানে ফ্রান্স ও নরওয়ে একই গ্রুপে থাকায় এমবাপ্পে ও হাল্যান্ডের দ্বৈরথ দেখার অপেক্ষায় বিশ্ব।
এছাড়া স্প্যানিশ সেনসেশন লামিন ইয়ামালের স্পেন ২১শে জুন তাদের প্রথম ম্যাচ খেলবে।
ডিবিসি/ এইচএপি