খেলাধুলা, ফুটবল

২০২৬ ফুটবল বিশ্বকাপের টিকিটের জন্য রেকর্ড ৫০ কোটির বেশি আবেদন

খেলা ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ফিফা মঙ্গলবার ঘোষণা করেছে , ২০২৬ বিশ্বকাপের জন্য মাত্র ৩৩ দিনের আবেদন উইন্ডোতে ৫০ কোটিরও বেশি (৫০০ মিলিয়ন) টিকিটের আবেদন জমা পড়েছে। ফিফার ইতিহাসে এটি একটি বড় মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

৩৩ দিনের এই আবেদন প্রক্রিয়া চলাকালীন প্রতিদিন গড়ে প্রায় ১৫ মিলিয়ন বা দেড় কোটি আবেদন জমা পড়েছে। ফিফার ২১১টি সদস্য দেশ ও অঞ্চলের সকল ভক্তরা এই টিকিটের জন্য আবেদন করেছেন। প্রতিটি আবেদন একটি নির্দিষ্ট ক্রেডিট কার্ড ডেটার মাধ্যমে যাচাই করা হয়েছে।

 

আয়োজক দেশ (যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা) ছাড়াও জার্মানি, ইংল্যান্ড, ব্রাজিল, স্পেন, পর্তুগাল, আর্জেন্টিনা এবং কলম্বিয়া থেকে সবচেয়ে বেশি আবেদন এসেছে। এখন পর্যন্ত সবচেয়ে বেশি চাহিদাসম্পন্ন ম্যাচটি হলো ২৭ জুন মায়ামিতে অনুষ্ঠিতব্য কলম্বিয়া বনাম পর্তুগালের গ্রুপ পর্বের লড়াই।

 

ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো এই বিপুল সাড়া সম্পর্কে বলেন, মাত্র এক মাসে অর্ধ বিলিয়ন টিকিটের আবেদন শুধু চাহিদাই নয়, এটি একটি বৈশ্বিক ঘোষণা।

 

আবেদনকারীদের আগামী ৫ ফেব্রুয়ারির পর থেকে ইমেলের মাধ্যমে ফলাফল জানানো হবে। যেখানে চাহিদার তুলনায় টিকিটের সংখ্যা কম, সেখানে লটারির মাধ্যমে টিকিট বরাদ্দ করা হবে। যারা প্রথম দফায় ব্যর্থ হবেন, তারা বিশ্বকাপের কাছাকাছি সময়ে 'লাস্ট-মিনিট' সেলস ফেজে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে টিকিট কেনার সুযোগ পাবেন।

 

প্রথমবারের মতো ৪৮টি দলের অংশগ্রহণে এই টুর্নামেন্ট শুরু হবে ১১ জুন ২০২৬ তারিখে। উদ্বোধনী ম্যাচে মেক্সিকো সিটিতে মেক্সিকোর মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। টুর্নামেন্টের জমকালো ফাইনাল অনুষ্ঠিত হবে ১৯ জুলাই নিউ জার্সিতে।

 

তথ্যসূত্র রয়টার্স

 

ডিবিসি/এমইউএ

আরও পড়ুন