আন্তর্জাতিক

২০২৬ ফুটবল বিশ্বকাপ বয়কট করতে পারে জার্মানি!

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড দখলকে কেন্দ্র করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনড় অবস্থান বিশ্ব ক্রীড়াঙ্গনেও উত্তাপ ছড়াচ্ছে। উদ্ভূত পরিস্থিতিতে ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ বয়কট করার কথা গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি।

জার্মানির বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও সংসদ-সদস্যরা এই বিষয়ে দ্রুত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য জার্মান ফুটবল ফেডারেশনের (ডিএফবি) প্রতি আহ্বান জানিয়েছেন। জানা গেছে, সরকারের পক্ষ থেকেও এই সম্ভাব্য বয়কটের বিষয়ে নীতিগত সম্মতি রয়েছে। মূলত গ্রিনল্যান্ড দখলের পরিকল্পনার বিরোধিতা করায় ডেনমার্ক ও জার্মানিসহ ইউরোপের আটটি দেশের ওপর ট্রাম্পের দেওয়া চড়া শুল্ক আরোপের হুমকির প্রতিক্রিয়া হিসেবেই এমন কঠোর পদক্ষেপের কথা ভাবা হচ্ছে।

 

২০২৬ বিশ্বকাপের আয়োজক তিনটি দেশ হলেও টুর্নামেন্টের সিংহভাগ ম্যাচ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ট্রাম্প যদি গ্রিনল্যান্ড ইস্যুতে সামরিক শক্তি ব্যবহারের পথে হাঁটেন, তবে জার্মানির দেখাদেখি ইউরোপের আরও বেশ কিছু দেশ বিশ্বকাপ বর্জনের ঘোষণা দিতে পারে।

 

বর্তমানে জার্মান ফুটবল ফেডারেশন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং সময়মতো চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে। এদিকে রাজনীতিবিদরা বয়কটের পক্ষে জনমত গঠনে জোরালো প্রচারণা চালিয়ে যাচ্ছেন। সাম্প্রতিক এক জরিপ অনুযায়ী, জার্মানির ৪৭ শতাংশ মানুষ বিশ্বকাপের মতো বড় আসর বর্জনের পক্ষে মত দিয়েছেন, যেখানে খেলার পক্ষে রয়েছেন মাত্র ৩৫ শতাংশ নাগরিক।

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন