খেলাধুলা, ফুটবল

২০২৬ বিশ্বকাপই ক্রিশ্চিয়ানো রোনালদোর শেষ বিশ্বকাপ

খেলা ডেস্ক

ডিবিসি নিউজ

বুধবার ১২ই নভেম্বর ২০২৫ ১২:২০:৫৮ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পর্তুগিজ ফুটবল কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদো তার বর্ণাঢ্য ক্যারিয়ারের সমাপ্তি রেখা টেনে দিয়েছেন। তিনি নিশ্চিত করেছেন, ২০২৬ সালে অনুষ্ঠিতব্য ফিফা বিশ্বকাপই হবে তার খেলা শেষ বিশ্বকাপ। শুধু তাই নয়, ক্লাব ও দেশের হয়ে ৯৫৩ গোলের মালিক, ৪০ বছর বয়সী এই মহাতারকা আরও জানিয়েছেন যে, আগামী "এক বা দুই বছরের মধ্যেই" তিনি পেশাদার ফুটবল থেকে অবসর গ্রহণ করবেন।

আগামী বছর কানাডা, মেক্সিকো এবং মার্কিন যুক্তরাষ্ট্রে যৌথভাবে আয়োজিত হতে যাওয়া এই টুর্নামেন্টটি হবে রোনালদোর ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ।

 

সম্প্রতি সিএনএন এর সাথে এক বিশেষ সাক্ষাৎকারে, ২০২৬ বিশ্বকাপই তার শেষ কিনা এমন প্রশ্নের জবাবে রোনালদো বলেন, অবশ্যই, হ্যাঁ। আমার বয়স তখন ৪১ বছর হবে এবং আমি মনে করি [এটি] বড় প্রতিযোগিতায় আমার শেষ মুহূর্ত হবে।

 

বর্তমানে সৌদি আরবের ক্লাব আল-নাসরের হয়ে মাঠ মাতানো রোনালদো আন্তর্জাতিক ফুটবলে পুরুষদের মধ্যে ১৪৩ গোল করে সর্বকালের শীর্ষ গোলদাতা হিসেবে নিজের স্থান পাকা করেছেন। তার পরবর্তী লক্ষ্য ক্যারিয়ারে ১,০০০ গোলের অবিশ্বাস্য মাইলফলক অর্জন করা।

 

ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ এবং জুভেন্টাসের এই প্রাক্তন ফরোয়ার্ড গত সপ্তাহে "শীঘ্রই" অবসরের ইঙ্গিত দিলেও, মঙ্গলবার (১১ই নভেম্বর) তিনি সেই সময়সীমা আরও স্পষ্ট করেন। তিনি বলেন, সত্যি বলতে, যখন আমি শীঘ্রই বলতে চাইছি, তখন সম্ভবত আর এক বা দুই বছর আমি খেলায় থাকব।

 

পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী রোনালদো ২০১৬ সালে পর্তুগালকে ইউরো শিরোপা জেতাতে সাহায্য করলেও, বিশ্বকাপ ট্রফিটি এখনও তার অধরা। রবার্তো মার্টিনেজের কোচিংয়ে পর্তুগাল এখনও আগামী বছরের টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি। 

 

ডিবিসি/এএমটি

আরও পড়ুন