খেলাধুলা, ফুটবল

২০২৬ বিশ্বকাপের আগেই ফ্রান্সের মুখোমুখি হচ্ছে ব্রাজিল

খেলা ডেস্ক

ডিবিসি নিউজ

৭ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আগামী বছরের জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার মাটিতে পর্দা উঠবে ফুটবল বিশ্বকাপের ২৩তম আসর। যেখানে প্রথমবারের মতো ৪৮টি দেশ নিয়ে হবে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ এই প্রতিযোগিতা।

ইতোমধ্যে আসন্ন বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত করেছে দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ও ফ্রান্স। বাছাইপর্ব শেষ হওয়ায় বিশ্বকাপের প্রস্তুতিতে এবার পরস্পরের মুখোমুখি হবে দুই মহাদেশের জায়ান্টরা।

 

শুক্রবার (২১শে নভেম্বর) দুটি ফিফা প্রীতি ম্যাচের প্রতিপক্ষ ও সূচি ঘোষণা করেছে ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশন। বিশ্বকাপের আয়োজক দেশ যুক্তরাষ্ট্রের মাটিতে ব্রাজিল (বোস্টন) ও আরেক লাতিন দেশ কলম্বিয়ার (ফ্লোরিডা) বিপক্ষে খেলবে ফ্রান্স।

 

অবশ্য এসব ম্যাচের সূচি এখনও চূড়ান্ত হয়নি। তবে ফিফার আন্তর্জাতিক উইন্ডোতে ২৩ থেকে ৩১শে মার্চের মাঝে ম্যাচ দুটি হতে পারে বলে জানা গেছে।

 

এ প্রসঙ্গে ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট ফিলিপ দিয়ালো বলছেন, ‘এখনও কোনো স্বাক্ষর হয়নি। তবে দুটি মর্যাদাপূর্ণ দলের সঙ্গে আমেরিকান ভূমিতে মার্চে খেলা নিয়ে আমরা অনেকটাই এগিয়ে গিয়েছি। বিশ্বকাপের আগে এটি ভালো সুযোগ বলে মনে করি। ইতোমধ্যে জেনেছি ব্রাজিলের সঙ্গে আমাদের গ্রুপপর্বে দেখা হবে না। কলম্বিয়া পড়ার সম্ভাবনা আছে। তাই সবমিলিয়ে দুটি দলের কথা বলেছেন (ফরাসি কোচ) দিদিয়ের দেশম। ড্র অনুষ্ঠানের অপেক্ষায় আছি, এরপর প্রক্রিয়া সম্পন্ন করতে পারব।’

 

ডিবিসি/ এইচএপি 

আরও পড়ুন