খেলাধুলা, ফুটবল

২০২৬ বিশ্বকাপে ৩৩০ টিকিট বরাদ্দ বাফুফের, কাল থেকে আবেদন শুরু

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বিশ্বকাপ ফুটবলের গ্যালারিতে বসে খেলা দেখার স্বপ্ন থাকে কোটি ভক্তের। তাই টিকিট নিয়ে বিশ্বজুড়েই চলে তুমুল প্রতিযোগিতা। সাধারণ দর্শকদের জন্য অনলাইনের পাশাপাশি ফিফা তাদের সদস্য দেশগুলোর ফুটবল ফেডারেশনের জন্যও নির্দিষ্ট সংখ্যক টিকিট বরাদ্দ রাখে। সেই কোটা অনুযায়ী, ২০২৬ বিশ্বকাপে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ফিফার কাছ থেকে ৩৩০টি টিকিট কেনার সুযোগ পাচ্ছে।

জাতীয় দল কমিটির সভা শেষে বাফুফের সিনিয়র সহ-সভাপতি ইমরুল হাসান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘নন প্লেয়িং কান্ট্রি’ বা বিশ্বকাপে অংশগ্রহণকারী নয় এমন দেশ হিসেবে বাংলাদেশের জন্য সর্বোচ্চ ৩৩০টি টিকিটই বরাদ্দ রয়েছে। টিকিটপ্রত্যাশীদের জন্য আবেদন প্রক্রিয়া আগামীকাল (১৮ জানুয়ারি) থেকে শুরু হয়ে চলবে ২২ জানুয়ারি পর্যন্ত। আবেদন ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা, সঙ্গে নির্দিষ্ট টিকিটের দাম পরিশোধ করতে হবে। এ বিষয়ে বিস্তারিত তথ্য শীঘ্রই সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

 

সাধারণত বাফুফের কাছে আসা টিকিটের চাহিদার তুলনায় বরাদ্দ থাকে খুবই নগণ্য। বিগত দিনে কাজী সালাউদ্দিনের সময়ে একটি আলাদা কমিটির মাধ্যমে টিকিট বন্টন করা হতো। তবে এবার নির্বাহী কমিটির সদস্যরা বাফুফে সভাপতির সরাসরি তত্ত্বাবধানে টিকিট বন্টন কার্যক্রম সম্পন্ন করার পক্ষে মত দিয়েছেন।

 

বাফুফের নির্বাহী কমিটি, বিভিন্ন ক্লাব, সাবেক ফুটবলার, সংগঠক, পৃষ্ঠপোষক, সরকারি ও রাজনৈতিক ব্যক্তিবর্গসহ সমাজের বিভিন্ন পর্যায় থেকে টিকিটের ব্যাপক চাহিদা থাকে। যদিও দল ও ভেন্যু বাড়ার কারণে গতবারের চেয়ে এবার বেশি টিকিট পেয়েছে বাংলাদেশ, তবুও তাবিথ আউয়ালের নেতৃত্বাধীন বর্তমান কমিটি এই সীমিত সংখ্যক টিকিট কীভাবে বন্টন করে, সেটাই এখন দেখার বিষয়।

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন