খেলাধুলা, ফুটবল

২০২৬ বিশ্বকাপ অংশগ্রহণ নিশ্চিতে ব্রাজিলের সামনে যে সমীকরণ

খেলা ডেস্ক

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ২৩শে নভেম্বর ২০২৩ ০২:০৬:৫৯ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

খুব বেশি ভালো সময় যাচ্ছে না একাধিকবার বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের। ঘরের মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে হার। আসন্ন ২০২৬ বিশ্বকাপ উপলক্ষ্যে বাছাইপর্বে টানা তিন ম্যাচ হেরে চরম বেকায়দায় রয়েছে পাঁচবারের চ্যাম্পিয়ন দলটি।

গত ২১ বছর ধরে শিরোপার অভাবে ভুগছে ব্রাজিল। মাঠে বাজে পারফরম্যান্সের কারণে এবার ২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের অংশগ্রহণ নিয়েই জেগেছে শঙ্কা। শেষ তিন ম্যাচ থেকে দলটির অর্জন কেবল ১ পয়েন্ট। চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষেও ঘরের মাঠে হার এড়াতে পারেনি তারা। 

অন্যদিকে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে ৬ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে আর্জেন্টিনা। ৬ ম্যাচে ৩ পরাজয়ে ৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে অবস্থান সেলেসাওদের। দশটি দল একে অপরের বিপক্ষে হোম অ্যান্ড অ্যাওয়ে ম্যাচের ভিত্তিতে মোট ১৮টি ম্যাচ খেলবে। এরপর সেরা ছয়টি দল সরাসরি বিশ্বকাপ-২০২৬ এ খেলার সুযোগ পাবে।

বর্তমানে পয়েন্ট টেবিলের ষষ্ঠ অবস্থানে রয়েছে ব্রাজিল। বাকি ম্যাচগুলোর মধ্যে তারা যদি নিজেদের অবস্থান সেরা ছয়ের মধ্যে রাখতে না পারে তাহলে ২০২৬ বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ করতে পারবে না নেইমারের ব্রাজিল। সাত নম্বর অবস্থানে থাকলে তাদের অংশ নিতে হবে ফিফা প্লে অফ টুর্নামেন্টে। আর যদি সেরা সাতেও না থাকতে পারে সেক্ষেত্রে ইতালির মতো ভাগ্য বরণ করতে হতে পারে ব্রাজিলকে।

আরও পড়ুন