আন্তর্জাতিক, আমেরিকা

২০২৬ সালে যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের ওপর বড় অভিযানের প্রস্তুতি

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসকারীদের বিতাড়িত করতে আরও কঠোর অবস্থানে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন।

২০২৬ সালকে সামনে রেখে দেশজুড়ে বড় আকারের অভিযানের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছে রয়টার্স। এই বিশেষ অভিযানে কৃষি খামার থেকে শুরু করে বিভিন্ন কল-কারখানা ও বড় বড় প্রতিষ্ঠানে তল্লাশি চালানো হবে, যা বড় ধরনের গণগ্রেপ্তারে রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

 

চলতি বছরের শুরুতেই টেক্সাস সীমান্তসহ বিভিন্ন শহরে বিপুল সংখ্যক ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েন করে চিরুনি অভিযান শুরু করেছেন ট্রাম্প। গত জুলাই মাসে কংগ্রেসে পাস হওয়া ১৭০ বিলিয়ন ডলারের একটি বিলের মাধ্যমে এই অভিযানের জন্য নতুন কর্মকর্তা নিয়োগ এবং বিশাল আটক কেন্দ্র ও কারাগার তৈরির পরিকল্পনা রয়েছে।

 

এই পরিস্থিতির কারণে যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেক অভিবাসী তাদের সন্তানদের স্কুলে পাঠানো বন্ধ করে দিয়েছেন এবং বাইরে বের হলে সাথে পাসপোর্ট বহন করছেন। বিশ্লেষকরা সতর্ক করেছেন যে, এই কৌশলের ফলে যুক্তরাষ্ট্রে তীব্র শ্রমিক সংকট, বেকারত্ব ও মুদ্রাস্ফীতি দেখা দিতে পারে।

 

ডিবিসি/এসএফএল

আরও পড়ুন